Home » তারকার সঙ্গে সম্পর্ক কেন ভেঙে যায় সানিয়া মির্জার?

তারকার সঙ্গে সম্পর্ক কেন ভেঙে যায় সানিয়া মির্জার?

সময় কলকাতা ডেস্ক : অবশেষে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ফেললেন টেনিস হার্ট থ্রব তথা ভারতের সর্বকালের সফল মহিলা টেনিস তারকা সনিয়া মির্জা।এবছরই তাঁর ক্যারিয়ারের শেষ বছর জানিয়েছেন সানিয়া।  টেনিস সাৰ্কিটের ৩৬ বছর বয়সী গ্ল্যামারাস গার্লকে মিস করবেন তাঁর ভক্তকুল।

সানিয়া মির্জা বহু সাফল্য দেখেছেন ওঠানামায় ঘেরা টেনিস জীবনে।দেশের হয়ে একাধিক পদক এনেছেন। একসময়ে টেনিসে সিঙ্গলসে তাঁর বিশ্বে ৱ্যাঙ্কিং হয়েছিল ২৭। ডাবলস টেনিসে ৱ্যাঙ্কিং হয়েছিল ১।তাঁর প্রতিভার বিচ্ছুরণ সিঙ্গলসে সেভাবে না ঘটলেও ডাবলস বা মিক্সড ডাবলসে তাঁর সাফল্য ছিল চোখ ধাঁধানো। ২০১৩ সালে সিঙ্গলস থেকে অবসর নিলেও এরপরে ডাবলসে বিশেষ ভাবে নজর দেন সানিয়া মির্জা। টেনিস ডাবলসে ২০১৫ ও ২০১৬ সালে খ্যাতি ও সাফল্যের চূড়ায় পৌঁছান তিনি । ইদানীং চোট আঘাত যে তাঁকে ভোগাচ্ছিল তা জানিয়েছেন সানিয়া।পাশাপাশি,চিরকালই আকর্ষণীয়া ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে খ্যাত সানিয়াকে নিয়ে চৰ্চা থেকেই যাবে। তাঁর টেনিস এবং তাঁর ব্যক্তিগত প্রেমগাঁথা আলোচনার রসদ যোগাবে মানুষকে।

২০১০ সালে ওয়াঘা সীমান্ত ছাড়িয়ে সানিয়ার বিয়ে হয় পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে । দুই আন্তর্জাতিক ভাবে বৈরিভাবাপন্ন প্রতিবেশী দেশের শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্ব বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এরকম নজির বিরলতম। তাঁদের বিবাহিত জীবন নিয়ে কোনো বিতর্কও নেই। একটি পুত্র সন্তান রয়েছে তাঁদের। ইশহান মির্জা মালিক যে তাঁর জীবনের ধ্যানজ্ঞান হয়ে উঠেছেন তাও জানিয়েছেন সানিয়া মির্জা।

একসময় সানিয়া মির্জার সাথে বলিউডের ফিল্মষ্টার শাহিদ কাপুরের “প্রেমের কাহিনী” শোরগোল ফেলে দিয়েছিল সংশ্লিষ্ট দুই জগতেই।শোনা যায়, কারিনা কাপুরের সঙ্গে ব্রেকআপ হতেই অন্তরঙ্গ হয়ে হাত ধরেছিলেন সনিয়া মির্জা। ২০০৯ সালে দুজনেরই কমন ফ্রেন্ডের আয়োজনে একটি পার্টিতে আলাপ হয়েছিল দুই নক্ষত্রের। এরপরেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ঘনঘন বিভিন্ন জায়গায় দেখা যেতে থাকে তাঁদের। তথাপি নিজেদের সম্পর্কের কথা কেউ খোলাখুলি ঘোষণা করেন নি।

হায়দ্রাবাদের মেয়ে সানিয়া অনেকটাই আবিষ্ট করে রেখেছিলেন শাহিদকে তাঁদের স্বল্পকালীন সম্পর্কে।সম্পর্ক এতটাই গভীরতা পেয়েছিল যে “কামিনে” মুভির শুটিং করতে সিনেমা নির্মাতা বিশাল ভরদ্বাজকে অনুরোধ করেন নায়ক ।তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে তেলেগু সিনেমা জগতের নায়ককে ধরা হয়। পরবর্তীতে মীরা রাজপূতকে জীবনসঙ্গী বাছেন শাহিদ কাপুর। আর সানিয়া মির্জা- শোয়েব মালিকের দাম্পত্য জীবন তারকাটার গন্ডি ছাড়িয়ে হয়েছে দৃষ্টান্ত।।

About Post Author