Home » প্রিয়াঙ্কা-নিকের সংসারে এলো ছোট্ট খুদে

প্রিয়াঙ্কা-নিকের সংসারে এলো ছোট্ট খুদে

সময় কলকাতা ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সংসারে এলো নতুন সদস্য। শুক্রবার মাঝরাতে সোশ‍্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেন তিনি। কন‍্যাসন্তানের মা হয়েছেন তিনি। সারোগেসির মাধ‍্যমে এই সন্তান জন্ম দিলেন প্রিয়াঙ্কা।

উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জানান, ‘এই বিশেষ সময়ে আমরা সম্মানের সঙ্গে গোপনীয়তা প্রার্থনা করছি, কারণ আমরা পরিবারকে সময় দিতে চাই। অনেক ধন‍্যবাদ।’

সূত্রের খবর, অনেক দিন ধরেই পরিবার পরিকল্পনা করছিলেন নিক-প্রিয়াঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেনও সেই কথা, তিনি মা হতে চান। প্রথমে নিজেই সন্তান ধারনের কথা ভেবেছিলেন। কিন্তু পরে বয়সের কথা ভেবে পিছিয়ে আসেন অভিনেত্রী। কারণ তাঁর বয়স এখন প্রায় চল্লিশের কাছাকাছি। তাই সব ধরনের চিন্তাভাবনা করে পরবর্তীতে সারোগেসির সিদ্ধান্ত নেন নিক-প্রিয়াঙ্কা।

উল্লেখ‍্য, কয়েক মাস আগেই নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। হঠাৎ করেই নিজের সব সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেল থেকে নিজের নামে স্বামীর পদবী সরিয়ে নেন অভিনেত্রী। তবে সেই সমস্ত গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এখন প্রিয়াঙ্কা শুধুই একজন মা।

About Post Author