Home » ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়লেন ‘কালারফুল বয়’ মদন মিত্র

ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়লেন ‘কালারফুল বয়’ মদন মিত্র

সময় কলকাতা ডেস্ক : স্বয়ং তৃণমূল সুপ্রিমো তাঁকে ‘কালারফুল বয়’ হিসেবে তকমা দিলেও বিভিন্ন সময়ে ফেসবুক লাইভে এসে তিনি জড়িয়েছেন বিতর্কে। আবার কখনো তার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। তিনি মদন মিত্র। সংক্ষেপে ‘এম এম’। সোশ্যাল মিডিয়ায় তিনি রীতিমতো জনপ্রিয়তার তুঙ্গে থাকেন সবসময়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যাও লক্ষাধিক। কিন্তু এবার সেই সোশ্যাল মিডিয়াকে এই ‘আলবিদা’ জানালেন মদন মিত্র।দলীয় নির্দেশেই তাঁর এই সিদ্ধান্ত বলে তিনি ফেসবুক লাইভে এসে নিজেই সে কথা জানিয়েছেন।

সম্প্রতি দলের শৃঙ্খলা রক্ষার ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফেসবুক লাইভে এসে কিছু পাল্টা মন্তব্য করতে দেখা যায় মদন মিত্রকে। এরপর সোশ্যাল মিডিয়ায় এক তরুনীর সাথে কামারহাটির বিধায়ক মদন মিত্রের একটি লাস্যময়ী ছবি ভাইরাল হয়। ঘটনায় দলের অন্দরে গুঞ্জন শুরু হয় পাশাপাশি চর্চার কেন্দ্রে চলে আসেন মদন মিত্র। মনে করা হচ্ছে, সেই সব বিতর্ক ধামাচাপা দিতেই দলের নির্দেশে সোশ্যাল মিডিয়া ছাড়ছেন মদন মিত্র।

সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা জানানোর সময় দলের প্রসঙ্গ টেনে মদন বলেন, “তৃণমূল কংগ্রেসই আমার কাছে সব। দলের জন্যই মানুষ আমার ফেসবুক, ইনস্টাগ্রাম দেখে। মদন মিত্র বলেও দেখে না।এমএলএ বলেও দেখে না। তৃণমূলের লক্ষ লক্ষ কর্মী আমার কথা শোনে। কিন্তু মদন মিত্র এখন থেকে আর ফেসবুক, ইনস্টাগ্রাম করবে না।”

তবে ‘ও লাভলি’ ভক্তদের জন্য আপাত দুঃসংবাদ হলেও ফেসবুকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না মদন মিত্র। আপাতত আগামী ৩০ শে জুন অবধি তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।পাশাপাশি তিনি বলেন, কোনো দলীয় প্রোগ্রাম, আন্দোলন, তৃণমূলের প্রচার হলে তাঁর ডিজিটাল টিম প্রচার করবে। এর বাইরে তাঁকে সক্রিয় ভাবে সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না। তাঁকে যেমন নির্দেশ দেবে সেই নির্দেশে তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন।

About Post Author