Home » শূন্য রানের আজব ইতিহাস

শূন্য রানের আজব ইতিহাস

শূন্য রানের আজব ইতিহাস

আবুল কায়ুম, সময় কলকাতা: আশ্চর্য হলেও সত্যি। শূন্য রানের সঙ্গে ক্রিকেট ইতিহাসের যোগ নিবিড়।  এর সঙ্গে জড়িয়ে আছেন বহু রথী মহারথী।সর্বকালের বিশ্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের অন্যতম ডন ব্র্যাডম্যান ওভালে তাঁর বিদায়ী টেস্টের একমাত্র ইনিংসে রান না করেই আউট হন ।জীবনের শেষ তথা ৫২ তম টেস্টে ৪ রান করলেই একশো রানের অবিস্মরণীয় গড় রাখতে পারতেন। শূন্য রানে আউট হওয়ায় সেই ইতিহাস আর গড়া হয় নি।১৮৭৭ সালে শুরু হওয়া আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে শূন্য রানের বেশ কিছু চমকপ্রদ ব্যক্তিগত রেকর্ড রয়েছে যা তাক লাগাতেই পারে।

টেস্ট ক্রিকেটে শূন্য রানে আউট হয়ে যাওয়া একবার-দুবার হলেও না হয় কথা ছিল! কিন্তু  টানা পাঁচবার! ভারতীয় অলরাউন্ডার অজিত আগারকার আজ থেকে কুড়ি বছর আগে এরকমই এক বিস্ময়কর কান্ড ঘটান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একটানা পাঁচ ইনিংসে শূন্য রানে আউট হন তিনি।শূন্য বা ডাকের রেকর্ড গড়ে তাঁর নাম হয়ে যায়  ‘বম্বে ডাক’। অবশ্য আরও দুজন ক্রিকেটারও একই লজ্জাজনক রেকর্ডের ভাগীদার। অস্ট্রেলিয়ান রবার্ট হল্যান্ড প্রথম খেলোয়াড় যিনি টানা পাঁচবার শূন্য রান করেছিলেন। অপরজন হলেন পাকিস্তানের বিতর্কিত ফাস্ট বোলার মহম্মদ আসিফ। আগারকার, আসিফ, হল্যান্ড প্রত্যেকেই ছিলেন মূলত বোলার। যদিও আগারকারের নামের পাশে  একটি টেস্ট সেঞ্চুরি রয়েছে।

বোলারদের টানা ব্যাটিংব্যর্থতা সে অর্থে কলঙ্কের নয়।তবে ব্যাটসম্যানদের তালিকায় টানা চার ইনিংসে এরকম ভাবে শূন্য রানে আউট হয়েছেন এরকম তালিকায় অন্তত তিনজন স্বনামধন্য ব্যাটসম্যানের নাম রয়েছে। তালিকায় অন্যতম হিসেবে নাম রয়েছে বাঙালি কিংবদন্তী ওপেনার পঙ্কজ রায়ের।৭৯টি ইনিংস খেলে দুহাজারের বেশি রান করলেও টানা চারবার শূন্য করেন তিনি।টেস্টে ৮০২৯ রানের মালিক অস্ট্রেলিয়ার মার্ক ওয়া ছাড়া চারটি টানা শূন্যের তালিকায় উল্লেখযোগ্য শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শূন্য রানের রেকর্ডও স্বাভাবিকভাবেই ব্যাটে সিদ্ধহস্ত নয় এমন বোলারদের দখলে। এক থেকে একাদশ অব্দি যাদের নাম তালিকায় আছে তাঁরা প্রত্যেকেই নামজাদা বোলার।টেস্টে সর্বাধিক শূন্য করার বিভাগে সর্বাগ্রে আছেন ক্যারিবিয়ান তারকা পেসার কোর্টনি ওয়ালস। তাঁর কীর্তি ৪৩ বার শূন্য রানে আউট হওয়ার ।বিশ্বসেরা বোলারদের নিয়ে যেন গড়া শূন্য রানের একাদশ। যে তালিকায় আছেন মুরলীথরণ, ম্যাকগ্রাথ,শেন ওয়ার্ন,ওয়াসিম আক্রাম, ঈশান্ত শর্মা, জাহির খান, ব্রড, অ্যান্ডারসন।অবাক হলেও ১০৯২৭ রান ও ৫১ রানের বেশি ব্যাটিং গড়ের অধিকারী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়া ২২ বার শূন্য রানে আউট হয়েছেন। স্টিভ ওয়ার সমসংখ্যক শূন্য বা ডাকে আউট হওয়া অপর উল্লেখযোগ্য নাম মারভিন আতাপাট্টু।এছাড়া বোলারদেরই প্রাধান্য শূন্য সংগ্রাহকদের  তালিকায়।

টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেট উল্লেখ করলে এই তালিকা বড় হবে যেখানে সামনের দিকে একে একে চলে আসবেন সনৎ জয়সূর্য, শাহিদ আফ্রিদি, মাহেলা জয়বর্ধনে। সনৎ জয়সূর্য ৩৪ ইনিংসে শূন্য করার সুবাদে তালিকার শীর্ষে । এই তালিকায় চতুর্থ নামটি ওয়াসিম আক্রামের।

টেস্টে শূন্য রানে প্রথম বলেই আউট হওয়া বা গোল্ডেন ডাকের তালিকার শীর্ষে মুথাইয়া মুরলীথরণ।১২ ইনিংসে প্রথম বলে প্যাভেলিয়নে ফিরেছেন তিনি। ১০ বার করে প্রথম বলে আউট হয়ে সামনের সারিতে রয়েছেন স্টুয়ার্ট ব্রড ও ওয়ালস।

বিশ্বখ্যাত ব্যাটসম্যানদের মধ্যে ৭ বার প্রথম বলে ফিরেছেন মার্ক ওয়া। ওয়া ভাতৃদ্বয়ের অপরজন স্টিভ ৬ বার ফিরেছেন প্রথম বলে। আরেক অস্ট্রেলিয়ান গ্রেগ চ্যাপেল ও ৬ বার প্রথম বলে আউট হয়ে কীর্তি গড়ে গেছেন। এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য নাম সনৎ জয়সূর্যের। তিনি ও ৬ বার প্রথম বলে আউট হন।
অন্যদিকে উল্লেখযোগ্য ভাবেই বহু আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার জিম বার্ক গড়ে গেছিলেন এক গৌরবময় অধ্যায়।২৪ টেস্টে ৪৪ ইনিংসের ক্যারিয়ারের একবারও শূন্য রানে আউট না হয়ে যে রেকর্ড গড়েন তা আজও ভাঙেনি । হালে ২৩ টি টেস্টের ৪০ ইনিংসে একবারও শূন্য রানে না আউট হয়ে সেই রেকর্ড ভাঙার মুখে ইংল্যান্ড দলের ব্যাটসম্যান অলি পোপ। সময়ই বলবে শূন্য রানের ইতিহাসে আরও কোন কোন অধ্যায় যোগ হয়।

About Post Author