Home » রাজনীতির শিকার পঞ্চায়েত সদস্য অভিযোগ এলাকার বাসিন্দাদের

রাজনীতির শিকার পঞ্চায়েত সদস্য অভিযোগ এলাকার বাসিন্দাদের

সময় কলকাতা ডেস্ক : বিগত কিছুদিন ধরেই উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর শিউলি পঞ্চায়েত এলাকায় ,শিউলি অঞ্চল প্রধান এবং এক পঞ্চায়েত সদস্যের মধ্যে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্ব ছিল একাধিক বিষয়কে কেন্দ্র করে। কখনো উন্নয়ন, কখনো এলাকায় রাজত্ব কায়েম করা নিয়ে। পঞ্চায়েত ভোটে শিউলি পঞ্চায়েত অন্তর্গত ঘিদহ থেকে বিপুল জনসমর্থন নিয়ে ভোটে জেতে আখের আলী মন্ডল। জেতার পর থেকেই নিজের অঞ্চলের উন্নয়ন নিয়ে একাধিকবার শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ এর সঙ্গে মনোমালিন্য হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েতের একাধিক বিষয় নিয়ে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী জানতে চাইলেই প্রধানের সঙ্গে পঞ্চায়েত সদস্যের বাদানুবাদ হয়। দুপক্ষই শাসকদল তৃণমূল কংগ্রেসের হলেও বিষয়টা ব্যক্তিগত লড়াইয়ের স্তরে পৌঁছায়। যদিও প্রধানের অভিযোগ পরিবহনের সিএফ নিয়ে এই পঞ্চায়েত সদস্যের সম্পৃক্ত থাকা নিয়ে এই গণ্ডগোলের সূত্রপাত। অপরদিকে পঞ্চায়েত সদস্য আখের আলি মণ্ডলের ঘনিষ্ঠদের অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন নিয়ে সরব হলে পঞ্চায়েত প্রধানের রোষে পরতে হয়। পাশাপাশি আখের আলি মণ্ডলের প্রতি ব্যাপক জনসমর্থন থাকাটাও প্রধানের একটা ঈর্ষার কারণ।

বিগত কয়েকদিন আগে এক সংঘাতকে কেন্দ্র করে শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ এর অঙ্গুলি হেলনে এক ব্যক্তি টিটাগর থানায় অভিযোগ জানায় আখের আলি মণ্ডল সহ আরো কয়েকজনের বিরুদ্ধে। যার প্রেক্ষিতে গ্রেপ্তার হয় আখের আলী মন্ডল। এই ঘটনার পর থেকেই শিউলি পঞ্চায়েত এলাকার ঘিদহ অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। শনিবার আদালত থেকে জামিন পেয়ে আখের আলী মন্ডল এলাকায় আসে বিশাল মিছিল করে। জামিন পাওয়ার পর কয়েকশো সমর্থক এবং ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের চেয়ারম্যান কাশীরাম সহ বহু মানুষ তাকে অভিবাদন জানায়। আখের আলি মণ্ডলের দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এই মুহূর্তে কারও বিরুদ্ধে অভিযোগ তিনি করবেন না কারণ দলীয় নির্দেশ এবং অনুশাসনকে প্রথমে প্রাধান্য দেবেন। দল যা নির্দেশ দেবে সে মতই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।

 

ঘিদহ অঞ্চলে বিগত বেশ কিছুদিন ধরেই শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং এই পঞ্চায়েত সদস্যের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব  চলছে, সেই অন্তর্দ্বন্দ্ব ,যে আখের আলি মণ্ডলের এই গ্রেপ্তারির পর আরো বেড়ে যাবে সে কথাই মনে করছে এলাকার বাসিন্দারা।

About Post Author