সময় কলকাতা ডেস্কঃ দলের মধ্যে যারা বঞ্চিত, বিষণ্ণ বা বিভিন্ন কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবার তাঁদেরকে উজ্জীবিত করতে উদ্যোগ নিলেন বনগাঁ লোকসভার সাংসদ শ্রী শান্তনু ঠাকুর। তারই কর্মকান্ড হিসেবে বনগাঁ লোকসভার অন্তর্গত গোবরডাঙ্গা পৌরসভার বিজেপি কর্মীদের নিয়ে পিকনিকে মাতলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
এদিন পিকনিকের পাশাপাশি গোবরডাঙ্গা পৌরসভার নির্বাচন নিয়ে এক আলোচনায় তিনি। যদিও সূত্রের খবর, বিজেপির একটি পক্ষ এই বৈঠকে হাজির ছিল। বৈঠকে শান্তনু ছাড়াও উপস্থিত ছিলেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর, বিজেপির জেলা সহ-সভাপতি দেবদাস মন্ডল সহ একাধিক বিক্ষুব্ধ নেতৃত্ব। যদিও এ প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানান, “বিজেপিতে যারা বঞ্চিত তাদের সঙ্গে আমি রয়েছি। আগামীতে তাদের নিয়ে প্রয়োজনে বার বার আলোচনায় বসব।”
কিছুদিন আগে নবগঠিত বিজেপির রাজ্য কমিটি নিয়ে বিজেপির একাধিক নব্য-পুরাতন নেতৃত্বের মত শান্তনু অসন্তোষ দেখিয়ে বিজেপির অন্দরে শোরগোল তোলেন। তবে এদিন সাংবাদিকদের সেসব প্রশ্ন এড়িয়ে যান শান্তনু।
More Stories
পাখি দেখায় বাদ সাধছে কচুরিপানা : প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মাঝিদের বিপন্নতা দূর করার উদ্যোগ
ঘুমন্ত স্বামীকে গলার নলি কেটে খুন করল স্ত্রী, নেপথ্যে কী কারণ? খোদ জানালেন অভিযুক্ত
বাংলাদেশের শিল্পীকে বয়কট : মধ্যমগ্রাম পরিবেশমেলায় রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক সামাজিক যোগাযোগ মাধ্যমে