সময় কলকাতা ডেস্কঃ ইসিএলের কুনুষ্টরিয়া অঞ্চলের বাশড়া কোলিয়ারির সি.পিঠে শনিবার রাত্রে কাজ করার সময় অসুস্থ বোধ করেন এক খনি কর্মী । জানা গেছে, এদিন খনি গহবরে কাজ করার সময় কয়লা খনির ভেতরেই অসুস্থ হন তিনি । ওই ব্যক্তির নাম মুনুলাল মাঝি (৫৪) । বিষয়টি সহকর্মীরা লক্ষ্য করে খনি আধিকারিকদের জানান । তড়িঘড়ি ওই খনি কর্মীকে উদ্ধার করে বাশড়া অঞ্চল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । শনিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য খনি চত্বরে ।
রবিবার খনি কর্তৃপক্ষ একটি বৈঠকে মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন । ঘটনায় আতঙ্কিত মৃতের সহকর্মীরা । পরিবারে শোকের ছায়া ।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল
গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশি যোগ! ২ দুষ্কৃতীর খোঁজে পুরস্কার ঘোষণা