Home » খাদানের নিচে অসুস্থ খনি কর্মীর মৃত্যু

খাদানের নিচে অসুস্থ খনি কর্মীর মৃত্যু

সময় কলকাতা ডেস্কঃ ইসিএলের কুনুষ্টরিয়া অঞ্চলের বাশড়া কোলিয়ারির সি.পিঠে শনিবার রাত্রে কাজ করার সময় অসুস্থ বোধ করেন এক খনি কর্মী । জানা গেছে, এদিন খনি গহবরে কাজ করার সময় কয়লা খনির ভেতরেই অসুস্থ হন তিনি । ওই ব্যক্তির নাম মুনুলাল মাঝি (৫৪) । বিষয়টি সহকর্মীরা লক্ষ্য করে খনি আধিকারিকদের জানান । তড়িঘড়ি ওই খনি কর্মীকে উদ্ধার করে বাশড়া অঞ্চল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । শনিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য খনি চত্বরে ।

রবিবার খনি কর্তৃপক্ষ একটি বৈঠকে মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন । ঘটনায় আতঙ্কিত মৃতের সহকর্মীরা । পরিবারে শোকের ছায়া ।

About Post Author