সময় কলকাতা ডেস্কঃ ইসিএলের কুনুষ্টরিয়া অঞ্চলের বাশড়া কোলিয়ারির সি.পিঠে শনিবার রাত্রে কাজ করার সময় অসুস্থ বোধ করেন এক খনি কর্মী । জানা গেছে, এদিন খনি গহবরে কাজ করার সময় কয়লা খনির ভেতরেই অসুস্থ হন তিনি । ওই ব্যক্তির নাম মুনুলাল মাঝি (৫৪) । বিষয়টি সহকর্মীরা লক্ষ্য করে খনি আধিকারিকদের জানান । তড়িঘড়ি ওই খনি কর্মীকে উদ্ধার করে বাশড়া অঞ্চল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । শনিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য খনি চত্বরে ।
রবিবার খনি কর্তৃপক্ষ একটি বৈঠকে মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন । ঘটনায় আতঙ্কিত মৃতের সহকর্মীরা । পরিবারে শোকের ছায়া ।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Tiljala: “এ ঘটনা বিরল থেকে বিরলতম”, তিলজলায় শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আলিপুর আদালত