সময় কলকাতা ডেস্ক : সকালবেলায় বাজার করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম সুদীপ দাস (৭০)। পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন তিনি। ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বেড়াচাঁপার দিক থেকে আসা মালবাহী গাড়ি জামালপুর মোড় এলাকা আসতেই সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সুদীপবাবু। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সুদীপ দাসকে মৃত বলে ঘোষণা করে। আপাতত জখম ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার হাড়োয়া থানার রামনগর জামালপুর মোড় এলাকায়। এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসী পলাতক, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
More Stories
Ratua Viral Video: রতুয়ায় সালিশি সভায় মহিলাকে বেঁধে মারধর, ভাইরাল ভিডিও শেয়ার করে সমাজমাধ্যমে সরব বিরোধী দলনেতা
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর