সময় কলকাতা ডেস্ক : সদ্যই সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা এবং নিক জোনাস।কন্যাসন্তানের জন্ম দিয়ে উচ্ছসিত প্রিয়াঙ্কা নিজেই এই খবর শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া দম্পতিদের রীতিমতো খোঁচা দিয়ে সরব তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “গরিব মহিলারা আছে বলেই সারোগেসি সম্ভব। ধনী ব্যক্তিরা সবসময় নিজেদের স্বার্থে দারিদ্র্যের অস্তিত্ব চায়। আপনার যদি একটি শিশুকে বড় করার একান্তই দরকার থাকে, তাহলে একটি গৃহহীন, অনাথকে দত্তক নিন। সারোগেসির মাধ্যমে রেডিমেড শিশু পেয়ে মায়েরা কেমন অনুভব করেন? যে মায়েরা নিজের সন্তান জন্ম দেন, তাদের মতো কি একই অনুভূতি হয়?” বাংলাদেশি লেখিকার এই প্রশ্নের প্রেক্ষিতে তর্কবিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
প্রসঙ্গত, অনেক দিন ধরেই পরিবার পরিকল্পনা করছিলেন নিক-প্রিয়াঙ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেনও সেই কথা, তিনি মা হতে চান। প্রথমে নিজেই সন্তান ধারনের কথা ভেবেছিলেন। কিন্তু পরে বয়সের কথা ভেবে পিছিয়ে আসেন অভিনেত্রী। কারণ তাঁর বয়স এখন প্রায় চল্লিশের কোঠায়। তাই সব ধরনের চিন্তাভাবনা করে পরবর্তীতে সারোগেসির সিদ্ধান্ত নেন নিক-প্রিয়াঙ্কা।
More Stories
আমজাদ খান : সাহিত্য-অনুরাগী গব্বর চায়ের নেশায় মোষ কিনে ফেলেছিলেন
Manoj Mitra: ইন্দ্রপতন, পড়ে রইল বাঞ্ছারামের লাঠি, প্রয়াত মনোজ মিত্র
ভালোবাসাই মৃত্যুর কারণ : সর্পদংশনে প্রয়াত ইউটিউবার ডিঙ্গো ডিঙ্কেলম্যান