Home » মাটি থেকে চার ফুট উপরে আস্ত দোতলা বাড়ী, অবাক দৃশ্য দেখতে ভিড় স্থানীয়দের

মাটি থেকে চার ফুট উপরে আস্ত দোতলা বাড়ী, অবাক দৃশ্য দেখতে ভিড় স্থানীয়দের

সময় কলকাতা ডেস্ক :

জলযন্ত্রণার হাত থেকে বাঁচতে অভিনব উদ্যোগ। দীর্ঘ জলযন্ত্রণার ফলে জেরবার হয়ে দোতলা বাড়ীকে মাটি থেকে চার ফুট ওপরে ওঠাবার পরিকল্পনা নিয়েছেন গৃহস্বামী।বিহারের এক সংস্থাকে পরিকল্পনা রুপায়নের দিয়েছেন দায়িত্ব। কাজ চলছে জোরকদমে।

এই অবাক করা দৃশ্য দেখতে বাড়ীটিকে ঘিরে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটা আস্ত বাড়িকেই মাটি থেকে উপরে তোলা হয়ত প্রথমবারের জন্যই দেখছেন প্রতিবেশীরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বাড়কালু গ্রামের ঘটনা।

বাড়ির মালিক জগদীশ সামন্তের অভিযোগ, এলাকার ড্রেনেজ সিস্টেম ভীষণ খারপ। ফলে, বর্ষা হলেই তার বাড়ি জলমগ্ন হয়ে যায়। তিনি বলেন, তাকে অনেকেই বাড়ির নিচের তলা ভরাটের পরামর্শ দেয়। তবে সেরকম করলে, নিচের তলাটা ঠিক করে তিনি ব্যবহার করতে পারবেন না। এই ভেবেই তিনি সেরকমটি করেননি। অবশেষে এক প্রকার অতিষ্ঠ হয়ে বাড়িকে মাটি থেকে উঁচু করার সিদ্ধান্ত নেন তিনি।

তিনি নিজেই ইন্টারনেট ঘেঁটে বাড়ী না ভেঙ্গে বা বাড়ীর নিচেরতলাকে না ভরিয়ে জল যন্ত্রণার হাত থেকে বাঁচার উপায় খুঁজতে থাকেন।ইন্টারনেট মারফতই বিহারের এক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। সেই সংস্থা জলযন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ীটীকে মাটি থেকে চার ফুট উপরে ওঠানোর পরামর্শ দেয়। শুরু হয়ে যায় পরামর্শ মতো কাজ।

জগদীশ সামন্ত জানিয়েছেন বাড়ীটি তৈরি করতে আনুমানিক ৫ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ৪৫ দিন লাগবে এই কাজটি সম্পন্ন হতে।তারপরই হয়তো জলযন্ত্রণার হাত থেকে সপরিবারে বাঁচবেন বলে মনে করছেন তিনি।সময়ই বলবে তার ভাবনার প্রকৃত রুপায়ন হয় কিনা।

About Post Author