Home » অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলের টিকিট পেলেন চন্দননগরের অভিষেক পোড়েল

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলের টিকিট পেলেন চন্দননগরের অভিষেক পোড়েল

সময় কলকাতা ডেস্কঃ দাদার পরে ভাই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিল ঈশান পোড়েলের খুড়তুতো ভাই অভিষেক পোড়েল । করোনার কারণে সুযোগ পেলেও ফের একবার উৎসাহে মাতোয়ারা চন্দননগর। চূড়ান্ত দরিদ্র পরিবারের অভিষেকের বাড়িতে বাড়তি একটা মোবাইল ফোন ও নেই। অভিষেকের কোন পাসপোর্ট নেই। তাই যুদ্ধকালীন তৎপরতায় তার জন্য পাসপোর্ট তৈরি করছে বিসিসিআই। তারপরেই ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবেন বাংলার উইকেটকিপার-ব্যাটস ম্যান অভিষেক। স্বাভাবিক ভাবেই চন্দননগরের পোড়েল পরিবারে খুশির হাওয়া।

 

এই মুহূর্তে করোনায় বিধ্বস্ত অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ঋষিকেশ কানিতকারের দলের ৫ ক্রিকেটার করোনা পজিটিভ। আক্রান্ত অধিনায়ক যশ ধুলও। তাই বিসিসিআই ভারত থেকে ৫ ক্রিকেটারকে রিজার্ভ হিসাবে যত দ্রুত সম্ভব ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পাঁচের মধ্যেই আছেন ১৯ বছরের বাংলার অভিষেক পোড়েল। অপ্রত্যাশিত সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অভিষেক ও তার পরিবার। প্রথমবার জাতীয় দলের পাশাপাশি বিশ্বকাপে সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা অভিষেক। তিনি জানান, “আমি সিএবি-র কাছে কৃতজ্ঞ।আশা করি নির্বাচকরা আমার ওপর যে আস্থা রেখেছে তার মর্যাদা দিতে পারব”। প্রসঙ্গত,কোচবিহার ট্রফিতে দারুণ ছন্দে ছিলেন অভিষেক। ১০১.১৪-এর গড়ে ৫ ম্যাচে ৭০৮ রান করেন তিনি।

 

About Post Author