Home » রাতের অন্ধকারে পাখি শিকার করতে গিয়ে ধৃত চার

রাতের অন্ধকারে পাখি শিকার করতে গিয়ে ধৃত চার

 

সময় কলকাতা ডেস্কঃ রাতের অন্ধকারে পাখি শিকার । বনদফতরের হাতে ধৃত চারজন চোরাশিকারি ।  জলপাইগুড়ির মণ্ডলঘাটের ঘটনায় এলাকায় চাঞল্য । রবিবার সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা হাতেনাতে ধরেন চারজনকে । ধৃতদের কাছ থেকে প্রচুরসংখ্যক পাখি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ।পাশাপাশি উদ্ধার হয়েছে শিকারে ব্যবহৃত একাধিক অস্ত্র।  একাধিক প্রজাতির পরিযায়ী পাখি সহ সংরক্ষিত বেশ কিছু পাখির দেহ উদ্ধার হয়েছে বলে জানান, বনদফতরের আধিকারিক জন্মেঞ্জয় পাল।

বনদফতর সুত্রে জানা গিয়েছে, ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় । বলাই বাহুল্য, দেশ জুড়ে বাড়ছে চোরা শিকারির উপদ্রপ ।  বন্য পশু পাখি সংরক্ষণে জোর দিচ্ছে বনদপ্তর ।কিন্তু চোরা শিকারিদের উৎপাত বাড়তে থাকায় কমছে বন্য পশু ও পাখিদের সংখ্যা । প্রসঙ্গত, কিছু দিন আগেই হাওড়া জেলা থেকে উদ্ধার হয় ৩ টি বাঘরোল । বন দপ্তরের ধারনা ওই ৩ টি বাঘরোল লোকালয়ে ঢুকে পড়ে খাদ্যের সন্ধানে । তখনই তাদের মেরে ফেলা হয় ।

About Post Author