Home » আলিপুর চিড়িয়াখানায় শ্রমিক সংগঠনের দখল দারি নিয়ে ধুন্ধুমার

আলিপুর চিড়িয়াখানায় শ্রমিক সংগঠনের দখল দারি নিয়ে ধুন্ধুমার

সময় কলকাতা ডেস্কঃ আলিপুর চিড়িয়াখানার কর্মচারী ও শ্রমিকদের ইউনিয়নের দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আলিপুর চত্বর।ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই শাসক বিরোধী চাপানউতোর।প্রসঙ্গত কর্মীদের আবেদনের ভিত্তিতে কলকাতা চিড়িয়াখানায় শ্রমিক সংগঠন তৈরি করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন সেল।সোমবার, এই শ্রমিক সংগঠন তৈরি করে তৃণমূল।তাতেই ঘিয়ে আগুন পড়ে।তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা রাকেশ সিং।

বিজেপি নেতা রাকেশ সিংয়ের অভিযোগ,সকালে আচমকায় তৃণমূলের আই এন টি টি ইউ সি-এর কয়েক হাজার কর্মী সমর্থক এসে বলপূর্বক ইউনিয়নের দখল নেয়।এমনকি তাদের ওপর চড়াও হয় বলেও অভিযোগ করেন রাকেশ সিং।

যদিও রাকেশ সিং ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এলাকায় গুন্ডাগিরি চালানোর অভিযোগ,চিড়িয়াখানার কর্মচারী ও শ্রমিকদের একাংশের।চিড়িয়াখানার ভিতরে ইউনিয়নের নাম করে গুন্ডাগিরি চালাচ্ছিল। এমনকি ইউনিয়নের অনেক কর্মী্র ওপর অত্যাচার করা হচ্ছিল বলেও অভিযোগ।কর্মীদের আবেদনের ভিত্তিতে চিড়িয়াখানার কর্মচারী ও শ্রমিকদের নিয়ে একটি ইউনিয়ন তৈরি করা হয় বলে জানান  মেয়র ফিরহাদ হাকিম ।মেয়রের দাবি, আগামী দিনে এই সংগঠন কলকাতা চিড়িয়াখানার শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষা করবে।

 

About Post Author