Home » অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে বিবাদ, ভাঙা হল ১০ টি অ্যাম্বুলেন্স

অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে বিবাদ, ভাঙা হল ১০ টি অ্যাম্বুলেন্স

সময় কলকাতা ডেস্কঃ রাত্রের অন্ধকারে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরপর ১০ টি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হল । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের দাঁড়িয়ে থাকা পরপর দশটি ১০২ অ্যাম্বুলেন্সের কাচ রাতের অন্ধকারে ভাংচুরের অভিযোগ উঠল কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১০২ আম্বুলেন্স মালিকদের দাবি রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ অ্যাম্বুলেন্স চালকরা এসে দেখতে পান তাদের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পরপর দশটি ১০২ অ্যাম্বুলেন্স এর কাচ ভাঙ্গা । তারপর তারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসডিপি অমিও কুমার বেরা কে এই ঘটনার জানান । এরপর বহরমপুর থানায় খবর দেওয়া হয় ।

এই ঘটনার পর বিভাগীয় তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ, এমনটাই জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ।  আম্বুলেন্স চালকরা জানিয়েছেন কিছুদিন আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০২ আম্বুলেন্স চালকদের সঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের “মাতৃমা নিশ্চয়ই জানেন” অ্যাম্বুলেন্স চালকদের একটি বিবাদ তৈরি হয় । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ১০২ আম্বুলেন্স চালকদের আশঙ্কা সেই বিবাদের জেরে “মাতৃমা নিশ্চয়জান” অ্যাম্বুলেন্স চালকরা তাদের অ্যাম্বুলেন্স ভাঙচুর করে থাকতে পারে । যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় কে বা কারা অ্যাম্বুলেন্সের কাচ ভাঙচুর করেছে । ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১০২ আম্বুলেন্স চালকদের মধ্যে ।

About Post Author