Home » মুখ্যমন্ত্রী প্রস্তাবিত বালুরঘাট, কোচবিহার বিমানবন্দরের ছাড়পত্র,খুশি দঃ দিনাজপুর বাসী

মুখ্যমন্ত্রী প্রস্তাবিত বালুরঘাট, কোচবিহার বিমানবন্দরের ছাড়পত্র,খুশি দঃ দিনাজপুর বাসী

সময় কলকাতা ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের তিনটি এয়ারপোর্ট যথাক্রমে বালুরঘাট, মালদা ও কোচবিহার এয়ারপোর্ট চালু করবার বিষয়ে সিদ্ধান্তের কথা বলেছিলেন । কলকাতা ফিরে গিয়ে মুখ্যমন্ত্রী সেই উদ্যোগ গ্রহণও করেছিলেন । আর তার কিছুদিনের মধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা এসে তিনটি বিমানবন্দর পরিদর্শন করে যান । সূত্রের খবর , পরিদর্শনের পরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা মালদা বিমানবন্দরকে ছাড়পত্র না দিলেও বালুরঘাট টু কোচবিহার বিমানবন্দর কে ছাড়পত্র দিয়েছেন । আর এই খবর দক্ষিণ দিনাজপুর জেলায় পৌঁছাতেই আশায় বুক বাঁধতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল প্রত্যেকেই ।

দক্ষিণ দিনাজপুর থেকে সড়কপথে কিংবা রেলপথে কোন রোগীকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে কমপক্ষে ১০ ঘণ্টা সময় লাগে । কখনো কখনো তার বেশি সময়ও ব্যয় করতে হয় । বালুরঘাট এয়ারপোর্ট চালু হলে সেই সময় অনেকটাই কমে যাবে বলে আশা করছেন জেলাবাসী ।

পাশাপাশি সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এয়ারপোর্ট চালু হলে ব্যবসা-বাণিজ্যেরও উন্নয়ন হবে বলেই মনে করছেন ব্যবসায়ী মহল । দক্ষিণ দিনাজপুর থেকে আকাশপথে মেঘালয় তুরা বিমানবন্দরের দূরত্ব খুবই কম । সেই কারণে তুরা থেকে কলকাতা ভায়া বালুরঘাট বিমান পরিষেবা চালু হলে উত্তর-পূর্ব ভারতের সাথে পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ও অন্যান্য আদান-প্রদানেরও উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন বালুরঘাট বাসি তথা দক্ষিণ দিনাজপুর বাসি । এখন দেখার বিষয় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র পাওয়ার পর কত তাড়াতাড়ি বালুরঘাট বিমানবন্দর চালু হয় । সেদিকেই তাকিয়ে বালুরঘাটের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল প্রত্যেকেই ।

About Post Author