Home » কৌশলে জয়প্রকাশ ও রিতেশের পাশে দাঁড়ালেন দিলীপ

কৌশলে জয়প্রকাশ ও রিতেশের পাশে দাঁড়ালেন দিলীপ

সময় কলকাতা ডেস্কঃ দল কারও আচরণে অসন্তুষ্ট হল শোকজ করতেই পারে।শোকজ মানেই কোন্দল না। সোমবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে বঙ্গ রাজ্য বিজেপির তরফ থেকে জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারিকে  শোকজ প্রসঙ্গে সাফাই গেয়ে কৌশলে পাশে দাঁড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দল জানতে  চেয়েছে তাঁরা উত্তর দেবেন।এটা কোন্দলের কিছু নয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, উনি গোয়া যাচ্ছেন যান। যেতেই পারেন। ত্রিপুরাতেও গেছিলেন, কি হলো? এখানেও যাবেন। লাভের লাভ কিছুই হবে না।পাশাপাশি তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একহাত নেন।দিলীপবাবু বলেন, সব কিছু থেকেই নিজেদের এরা আলাদা মনে করেন। টাকা ও সাহায্য চাওয়ার সময় প্রধানমন্ত্রীর কাছে যান আর বাকি সময়ে মনে করেন তারা ভারতবর্ষের বাইরে সব বিষয় নিয়ে রাজনীতি করতে চান।

অন্যদিকে মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুখ্যমন্ত্রীকে একহাত নেন। তিনি বলেন,এখানে মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলারা সবচেয়ে বেশি অত্যাচারিত। তাঁদের সম্মান ও রক্ষা সবার আগে করা উচিৎ। এই রাজ্যে শহরে গ্রামে গঞ্জে মহিলারা ও সাধারণ মানুষ আজ আতঙ্কের মধ্যে রয়েছেন কারণ এই সরকারের দুষ্কৃতীদের ওপর কন্ট্রোল নেই।

About Post Author