Home » জলে বিষ মিশিয়ে ভোটারদের মেরে ফেলার হুমকি তৃণমূল নেতার, ভিডিও ভাইরাল

জলে বিষ মিশিয়ে ভোটারদের মেরে ফেলার হুমকি তৃণমূল নেতার, ভিডিও ভাইরাল

সময় কলকাতা ডেস্ক : বেশি পানি পানি করলে পানিতে বিষ মিশিয়ে দেব, জলের দাবীতে স্থানীয় মানুষদের বিষ খাইয়ে মারার হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল মুর্শিদাবাদের তৃণমূল নেতার। ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি মেহবুব আলমের ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্টত দেখা যাচ্ছে তিনি জলে বিষ দেওয়ার হুমকি দিচ্ছেন। একটি স্থানীয় সভাতে ধুলিয়ানের জনপ্রতিনিধি রীতিমত ধমকের সুরে শাসানি দেন তাঁর এলাকার মানুষদের। মেহেবুব আলম মেনে নিয়েছেন এই ভিডিওতে তিনি এরকমই বলেছেন তবে বিষয়টিকে অন্য রূপ দেওয়া হচ্ছে রাজনৈতিক দূরভিসন্ধি নিয়ে।

জলই জীবন।পানীয় জল ধুলিয়ানের একটি সমস্যা আর তার জন্য ধুলিয়ানের কিছু মানুষ সরব হতেই তাঁদের হুমকি দিয়ে জলকে মরণের কারণ করে তোলার ভীতিপ্রদর্শন করেন তৃণমূল নেতা ।ভিডিওতে দেখা যাচ্ছে পরিশোধিত জলের দাবী উঠতেই মেহবুব আলম বলছেন,’পানির দরকার নাই, ভোটের ও দরকার নাই। বেশি পানি পানি করলে পানিতে বিষ মিশাবো। ”

মেহেবুব আলম বলেছেন, ভিডিওটি তিনমাস আগে একটি সভায় করা হয়েছিল । তাঁর দাবী,এখন রীতিমত কুটিল অভিসন্ধি নিয়ে এই ভিডিও ভাইরাল করা হচ্ছে। মেহেবুব আলম জলে বিষ মেশানোর বক্তব্যের প্রসঙ্গে নিজের স্বপক্ষে যুক্তি দেখিয়েছেন যে,ধুলিয়ান শহরের ১ নম্বর ওয়ার্ডে পরিশোধিত জলের সমস্যা দীর্ঘদিনের। পরিকাঠামো ঠিক করতে বহু অর্থ প্রয়োজন। এলাকাবাসীর রোষ দেখে তাঁর হতাশা থেকেই তিনি এতটাই দুঃখবোধ করেছিলেন যে তাঁর মনে হয়েছিল বিষ যুক্ত জল পান করেই মরে যাওয়া শ্রেয়।।

About Post Author