সময় কলকাতা : ট্রেনচালকের তৎপরতায় কোনওরকমে রক্ষা পেল মালগাড়ি।শিয়ালদা -বনগাঁ শাখার গুমা স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন বসে গেলেও এড়ানো গেল দুর্ঘটনা । দত্তপুকুরের পরে আবার গুমা – একই শাখায় বারবার একের পর এক ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা মিলছে কার্যত বরাতজোরে । যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
রেলসূত্রে জানা গেছে,আজ সকালে একটি মালগাড়ি যাচ্ছিল তখন মালগাড়ীর চালক গাড়িতে সহসা ঝাকুনি লক্ষ্য করে। ঠিক কি কারণে ঝাকুনি হচ্ছে বুঝতে না পারলেও ট্রেনচালক ট্রেন থামিয়ে তৎক্ষণাৎ নেমে পড়েন।নজরে আসে, অন্তত খান দশেক জায়গায় রেললাইন বসে গেছে। তড়িঘড়ি খবর দেওয়া রেল আধিকারিকদের। রেল আধিকারিকরা টেকনিকাল স্টাফেদের তড়িঘড়ি ঘটনাস্থলে এসে সারাইয়ের কাজে । যদিও বা ট্রেন চলাচল এই ঘটনার পরে আংশিক ব্যাহত।
দত্তপুকুরে লোক্যাল ট্রেন রক্ষা পেয়েছিল বরাতজোরে, এবার মালগাড়ি রক্ষা পেল ট্রেন চালকের তৎপরতায়। স্বাভাবিক ভাবেই শিয়ালদা – বনগাঁ শাখায় যাত্রী নিরাপত্তা নিয়ে বারবার উঠছে প্রশ্ন।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত