Home » পদ্মভূষণ প্রত্যাখ্যানের পথে হাঁটলেন বুদ্ধদেব ভট্টাচার্য

পদ্মভূষণ প্রত্যাখ্যানের পথে হাঁটলেন বুদ্ধদেব ভট্টাচার্য

সময় কলকাতা ডেস্ক: ‘পদ্মশ্রী’ সম্মান গ্রহণ করলেন না পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রবাদপ্রতিম বামপন্থী নেতা এই পুরস্কার আদৌ বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে গ্রহণ করেন কিনা তা নিয়ে ঔৎসুক্য ছিল, ছিল সংশয়।

সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে নির্বাচিত করা হলেও তাঁর পারিবারিক সূত্রে খবর, তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করছেন। কেন্দ্রীয় বিজেপি সরকারের সম্পর্কে সদাসর্বদা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। মোদী সরকারের কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকার করে বুদ্ধদেব বুঝিয়ে দিলেন কেন তিনি স্বতন্ত্র।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “পদ্মভূষণ নিয়ে আমাকে কিছু জানানো হয়নি। যদি আমাকে পদ্মভূষণ দেওয়া হয় আমি তা গ্রহণ করতে রাজি নই।” বুদ্ধদেব ভট্টাচার্যর এই বিবৃতি ইতিমধ্যেই ট্যুইট করেছেন সীতারাম ইয়েচুরি।

অর্থাৎ সবমিলিয়ে তিন বাঙালি প্রত্যাখ্যান করলেন এবারের পদ্মশ্রী সম্মান। বুদ্ধদেব ভট্টাচার্যর পাশাপাশি ব্যক্তিগত কারণ দেখিয়ে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, তবলিয়া অনিন্দ্য চট্টোপাধ্যায়ও ফিরিয়ে দিয়েছেন পদ্মশ্রী সম্মান।

About Post Author