সময় কলকাতা ডেস্ক : আতঙ্ক ক্রমেই গ্রাস করছে লালগড় রেঞ্জের মানুষদের।প্রায় বেশ কয়েকদিন ধরে জঙ্গলের বিভিন্ন এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যেতে শুরু করেছিল । এবার লালগড়ে বাড়ির উঠোনেও পড়লসেই রহস্যময় অজ্ঞাত প্রাণীর পায়ের ছাপ।
লালগড় রেঞ্জের কুমিরকাতা, লক্ষণপুর, গঙ্গাদাসপুর, কন্যাবালির এলাকার বাসিন্দারা ওই অজানা জন্তুর পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ বলে আতঙ্কিত হয়ে রয়েছে। ওই এলাকায় বন বিভাগের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু সোমবার কুমিরকাতার জঙ্গলে গবাদি পশুর দেহাংশ পাওয়া যায়। পাশাপাশি, তেমনিকুমিরকাতা সহ ওই এলাকার গ্রামগুলির লোকালয়ে এদিন অজস্র অজানা জন্তুর পায়ের ছাপ লক্ষ্য করা যায়।
কন্যাবালি গ্রামের বাসিন্দা আশীষ মাহাতোর বাড়ির উঠোনে সকালে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় তার পরিবারের লোকেরা। যার ফলে ওই এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। সেই সঙ্গে ওই এলাকা জুড়ে ফের নতুন করে দেখা দিয়েছে বাঘের আতঙ্ক। ফলে গ্রামবাসীরা কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন। বাড়ির গবাদিপশু কেউ জঙ্গলে নিয়ে যেতে পারছেন না।
২০১৮ সালের স্মৃতি এখনো দগদগে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ওই অজানা জন্তুর পায়ের ছাপ নেকড়ে বা অন্য কোনো বড় ধরনের জন্তুর, কিন্তু বাঘের নয়। তা সত্বেও স্থানীয় বাসিন্দাদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অযথা জঙ্গলে যেতে বাধা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বন দফতরের কর্মীরা নজরদারি শুরু করেছে । বন দফতরের পক্ষ থেকে অজানা জন্তুটিকে ধরার জন্য ঘটনা স্থলে জাল, খাঁচা সহ বিভিন্ন জিনিস নিয়ে যাওয়া হয়েছে।
পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বাড়ি থেকে বেরোলে একসঙ্গে দলবেঁধে লাঠি হাতে করে রাস্তায় যাতায়াত করছে। বাঘের আতংকে জবুথবু স্থানীয় বাসিন্দারা।
More Stories
OPTICAL ILLUSION: প্রখর দৃষ্টিশক্তি দিয়ে নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে দেখান
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
OPTICAL ILLUSIONS: মাত্র ১ শতাংশ পাঠক নীচের দেওয়া ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনি পারবেন?