সময় কলকাতা ডেস্ক : ফাঁস হলদিয়ার মাদুলি বাবার বুজরুকি । ধরা পড়লেন করোনা ভালো করে দেওয়ার নাম করে টাকা হাতানো হলদিয়ার মাদুলি বাবা । সুতাহাটা থানা এলাকায় রামচন্দ্রপুরে বাসিন্দা মাদুলি বাবা অর্থাৎ সৈয়দ আব্দুল কাদেরকে পুলিশ গ্রেপ্তার করে ।কত মানুষকে তিনি এভাবে ঠকিয়েছেন তা জানতে ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তুলে তিন দিনের হেফাজতে নিয়েছে।১৮ জানুয়ারি মাদুলি বাবার এই বুজরুগি নিয়ে কবর প্রকাশ করেছিলাম আমরা । তার পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, মাত্র ১৫ হাজার টাকা খরচ করে মাদুলি নিলেই চোখের নিমেষে উধাও হয়ে যাবে করোনা । সঙ্গে মানতে হবে কিছু আচার । এমনই দাবি করে মাদুলির ব্যবসা ফেঁদে বসেছিলেন পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের পার্শ্ববর্তী সুতাহাটার রামচন্দ্রপুরের বাসিন্দা সৈয়দ আব্দুল কাদের (৭৭) । কাদেরের ‘কেরামতি’র খবর পেয়ে তৎপর হয় পুলিশ । তারপরেই উধাও হয়েযান মাদুলি বাবা । কাদেরসাহেবের দাবি, ‘‘করোনা কোনও ভাইরাসঘটিত রোগ নয় । এটা আল্লাহর গজব । আমার মাদুলিতেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব । কলকাতা, বাটানগর, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বহু মানুষ এই মাদুলি নিয়েছেন । তাঁরা সকলেই সুস্থ আছেন ।’’ তাঁর আরও দাবি, ‘‘আমার পরিবারের সদস্য এবং অনেককে মাদুলি দিয়েছি । মাদুলি, তেলপড়া, জলপড়া দেওয়া হচ্ছে । তাতে কাজ হচ্ছে । এতে মানুষের উপকার হবে ।বিষয়টি নজরে আসার পর তা নিয়ে সোচ্চার নিয়ে হয়েছিলেন জেলার চিকিৎসক মহল এবং বিজ্ঞান মঞ্চ । অবশেষে পুলিশের জালে ধরা পড়েন মাদুলি বাবা সৈয়দ আব্দুল কাদের ।এখন মাদুলি বাবার বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় সেই আপেক্ষায় এলাকার মানুষ।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ