Home » প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে সতর্ক রেল পুলিশ

প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে সতর্ক রেল পুলিশ

সময় কলকাতা ডেস্ক : বুধবার দেশ জুড়ে পালিত হবে প্রজাতন্ত্র দিবস । তার আগে রেললাইনে নাশকতা রুখতে জোরদার তল্লাশি অভিযান আরপিএফ ও জিআরপির । টাটা- খড়গপুর রেললাইনে স্নিফারডগ, মেটাল ডিটেক্টর দিয়ে রেললাইনে তল্লাশি অভিযান চালাচ্ছে রেল পুলিশ । পাশাপাশি রেললাইনের পাশে বা স্টেশনে সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ ।স্টেশনে স্টেশনে চলছে যাত্রীদের ব্যাগের তল্লাশি।

রেলের পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকেই টাটা- খড়গপুর রুটে  জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে । মাওবাদীরা যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘাতে না পারে সেজন্য একাধিক জাযগায় লাইন পাহারার ব্যবস্থা করেছে রেল দপ্তর। মাওবাদী সংগঠনের তরফে ২৬ ও ২৭ শে জানুয়ারি ঝাড়খন্ড রাজ্যে বন্ধের ডাক দেওয়া হয়েছে । তাই রেললাইনের পাশাপাশি ঝাড়খন্ড সীমান্তবর্তী পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি ,জামবনি,ঝাড়গ্রাম, বা্ঁকুড়া ও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় থাকা রেললাইনগুলির উপর বাড়তি নজরদারি শুরু করেছে।  রাজ্য পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে । মাওবাদীরা যাতে ঝাড়খন্ড থেকে বাংলায় এসে কোনো নাশকতার ঘটনা ঘটাতে না পারে তার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকেও বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে।

About Post Author