সময় কলকাতা ডেস্কঃ আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস।বুধবার এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে আপামর দেশবাসীকে গনতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্যরা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।তিনি লিখেছেন, “আপনাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ!”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, দেশের জন্য যে সকল সৈন্যরা নিজেদের জীবন বলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।তিনি টুইট করে লেখেন, “সবাইকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।ভারতীয় প্রজাতন্ত্রের গর্ব, একতা এবং অখণ্ডতা অক্ষুণ্ন রাখতে তাদের জীবন উৎসর্গ করেছেন এমন সমস্ত সৈন্যদের আমি প্রণাম জানাই।আসুন আমরা সবাই স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার নিশ্চিত করার জন্য আজ অঙ্গীকার করি।জয় হিন্দ!”
দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশবাসীর উদ্দেশ্যে টুইট করেন, “৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের নাগরিকদের শুভেচ্ছা ও উষ্ণ শুভেচ্ছা। এটি আমাদের গণতন্ত্র উদযাপন করার এবং আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত ধারণা ও মূল্যবোধকে লালন করার একটি উপলক্ষ।আমাদের দেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।”
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র দেশবাসীকে সাধারনতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও, সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই দিন সমগ্র দেশবাসীর উদ্দ্যেশে শুভেচ্ছাবার্তা দেন। তিনি টুইট মারফত লেখেন,
“সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই!এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বস্তরের জনগণের অবদানকে সালাম জানাই। আসুন আমরা সর্বদা আমাদের গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধ রক্ষা ও সংরক্ষণের শপথ করি।”
ইতিমধ্যেই দিল্লির রাজপথে রীতিনীতি মেনেই হয়েছে কুচকাওয়াজ। পাশাপাশি, এরাজ্যেও রেড রোডে হয় কুচকাওয়াজ।এদিন দিল্লির রাজপথে কুচকাওয়াজে বাদ পড়া নেতাজির ট্যাবলো প্রদর্শিত হয় রেড রোডে।
More Stories
রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের! কী অভিযোগ হাত শিবিরের?
হাইকোর্টের রায়ে পঞ্চায়েতে ফিরেও ঘর ছাড়া আরাবুল
মুম্বইয়ের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭, আহত ৪৯