সময় কলকাতা ডেস্ক : পেশায় দিনমজুর হলেও নেশা দেশপ্রেম।হাওড়ার ঝামটিয়া গ্রামের যুবক কার্তিক ধাড়া। প্রতিবছর ১৫ আগষ্ট,২৩ শে জানুয়ারি কিংবা ২৬ শে জানুয়ারি নিজের সাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন দেশপ্রেমের বার্তা দিতে। বছরের এই তিনটে দিনগুলিতে ১০০ থেকে ১৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে দেশপ্রেমের বার্তা দেন বছর আঠাশের যুবক কার্তিক ধাড়া।তাঁর শরীরে তেরঙ্গা গেঞ্জি মাথার উপরে ভারতের জাতীয় পতাকা। ১০ ফুট লম্বা বাঁশের মধ্যে তেরঙ্গা বেলুন দিয়ে সাজানো সাইকেল। এছাড়াও তার সাইকেলে সবসময়ই চলছে দেশাত্মবোধক গান।
খড়ের চালের ঘরে বাবা, মা, ভাই বোনের সঙ্গে দিনমজুরের কাজ করে কোনোরকমে দিন গুজরান কার্তিক। নিজস্ব জমি বলতে কিছুই নেই। ভাগচাষী বাবা সনাতন ধাড়ার সঙ্গে কাজ করে দিন কাটান কার্তিক। সংসারে অভাব অনটন থাকলেও, এই ক’টি দিন এলেই বুক কেঁপে ওঠে কার্তিকের। দেশের সার্বিক পরিস্থিতি ও সম্প্রীতি নষ্টের চেষ্টা তাঁকে বিব্রত করে তোলে। তাই ২০১৬ সালের পর থেকে নিজের খেয়ালেই তেরঙ্গা পতাকা ও বেলুন দিয়ে সাজিয়ে তোলে সাইকেলটি।ঝামটিয়া গ্রাম থেকে এই কয়েকটা দিন সুসজ্জিত সাইকেল নিয়ে কাকভোরে বেরিয়ে পড়েন । সারাদিন সাইকেল চালিয়ে সকলের কাছে দেশ প্রেম আর সম্প্রীতির বার্তা পৌঁছে দেন।
এবারও তার অন্যথা হয় নি। এবছর কোভিড পরিস্থিতির জন্য বেশি দূর যাবেন না বলে জানান কার্তিকবাবু।রাজ্য প্রানী বাঘরোল বাঁচাতে তিনি পাড়ি দিলেন মাত্র কুড়ি কিমি।সম্প্রতি বাগনানের কালিকাপুর গ্ৰামে দিন কয়েক আগে তিনটি মৃত বাঘরোল উদ্ধারের হয়।যা নিয়ে শুরু হয়েছে আলোড়ন।তাই বাঘরোল সহ বিলুপ্ত প্রাণীদের বাঁচিয়ে রাখার বার্তা দিতে ঝামটিয়া থেকে বেড়িয়ে পড়েছে।পথে অনেকে তার কথা শোনেন।
More Stories
OPTICAL ILLUSION: প্রখর দৃষ্টিশক্তি দিয়ে নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে দেখান
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
OPTICAL ILLUSIONS: মাত্র ১ শতাংশ পাঠক নীচের দেওয়া ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনি পারবেন?