সময় কলকাতা ডেস্ক :আবার বহুতল ভেঙে পড়ল মুম্বাই নগরীতে।আচমকাই বুধবার মুম্বইয়ের ইস্ট বান্দ্রাতে পাঁচ তলা বহুতল বাড়িটি ভেঙে পড়ে।বেহরাম নগর এলাকার ওই ঘটনায় অন্তত পাঁচ জন আটকে পড়েছে বলে আশংকা করা হচ্ছে ।উদ্ধারকার্যে বিলম্ব হওয়ায় বাড়ছে ক্ষোভ। কিন্তু বাড়িটি এমনভাবে ভেঙে পড়েছে যে উদ্ধারকারীদের উদ্ধারকার্যে পেতে হচ্ছে বেগ।
ঘটনার খবর পেয়েই পাঁচটি দমকল ইঞ্জিন, একটি উদ্ধারকারী ভ্যান এবং ৬ টি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবুও বেশ কয়েকজন আটকে রয়েছেন।অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন যারা বাড়ি ভেঙে পড়ায় চাপা পড়েছেন বা আটকা পড়েছেন বলে আশংকা করা হচ্ছে।
খুবই ঘন সন্নিবিষ্ট এলাকায় বাড়িটি এমন ভাবে ভেঙে বসে গেছে বাড়িটি যে উদ্ধার কার্য চালাতে বিলম্ব হচ্ছে।অন্যদিকে,এলাকাবাসীর রোষের মুখে পড়ছেন উদ্ধারকারীরা।উল্লেখ্য ক’দিন আগেই মলাদ এলাকায় একটি বহুতল ভেঙে পড়েছিল।।।।
More Stories
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এই অষ্টম পে কমিশনের মাধ্যমে কতটা বাড়বে বেতন, ডিএ ? কীভাবে বাড়বে বেতন ?
মন্ত্রিসভার সম্মতি অষ্টম পে-কমিশনে, খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা
ছত্তিশগড়ের জঙ্গলে ফের আইইডি বিস্ফোরণ! ১৬ দিনে ৫ টি বিস্ফোরণ, মাওবাদী আতঙ্ক, বড় আতঙ্ক ছত্রিশগড়ে