Home » ‘খাকি পরে এই দাগ নেব না’, মমতাকে বলা আই পি এস অফিসার পাচ্ছেন রাস্ট্রপতি পদক

‘খাকি পরে এই দাগ নেব না’, মমতাকে বলা আই পি এস অফিসার পাচ্ছেন রাস্ট্রপতি পদক

সময় কলকাতা ডেস্ক : খাকি পরে এই দাগ নেব না, মমতা ব্যানার্জীকে বলা আই পি এস অফিসার পাচ্ছেন রাস্ট্রপতি পদক। তিনি বর্তমানে বীরভূম পুলিস সুপার নগেন্দ্র ত্রিপাঠী।

টানটান উত্তেজনা নন্দীগ্রামে।সারা দেশের নজর এই বিধানসভার দিকে।2021 সালের বিধানসভা নির্বাচন।সেই সময় নির্বাচন কমিশন নন্দীগ্রাম বিধানসভার জন্য পুলিশ পর্যবেক্ষকের পদে নিয়োগ করেছিল আই পি এস নগেন্দ্র ত্রিপাঠীকে। হাইভোল্টেজ এই বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াএরকরেন ভূমিপুত্র বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোট চলাকালীন একটি বুথে আচমকাই হুইলচেয়ারে বসে ঢুকে পড়েন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।ভোট নিয়ম মেনে হচ্ছে না বলে বুথের বারান্দায় ধর্নায় তৃণমূল সুপ্রিমো ও প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।বুথের কয়েক শো গজ দূরে যুযধান দু-পক্ষ। উত্তেজনা চরমে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার নগেন্দ্র ত্রিপাঠী। সামনে পুলিশ অবজারভারকে পেয়ে চাঁছাছোলা ভাষায় ক্ষোভ প্রকাশ করতে থাকানে ধর্নায় বসা তৃণমূল প্রার্থী। কিন্তু সেই সময় ঠান্ডা মাথায় রাজ্যের আ্যক্টিং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্তুত্তর দিয়েছিলেন এই পুলিশ আধিকারিক। আই পি এস নগেন্দ্র ত্রিপাঠী সেই দিন মমতাকে বলেছিলেন, “খাকি পরে আমি কোনও দাগ নেব না ম্যাডাম।” তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অবজারভারকে যে কাঠগড়ায় তুলতে চেয়েছিলেন, সেই অভিযোগ তিনি তাঁর মুখের উপরই নস্যাৎ করে দিয়েছিলেন সেই বুথে দাঁড়িয়ে।লাইভ ব্রডকাস্টিং এর সৌজন্যে আই পি এস অফিসারের দৃঢ়তাকে চাক্ষুষ করে ছিল সারা দেশ। সেই ভিডিয়ো ভাইরালও হয়।

ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে বীরভূম জেলার পুলিশ সুপার হিসাবে নিযুক্ত করেন।তার আগে তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করেছেন। বরাবরই কর্মক্ষেত্রে নিজের কাজের প্রতি দায়বদ্ধতা ও দৃঢ়তা দেখিয়ে এসেছেন আই পি এস নগেন্দ্র ত্রিপাঠী।কলকাতা পুর নির্বাচনে খিদিরপুর ময়ূরভঞ্জ রোডে দুষ্কৃতীদের থাপ্পড় মেরে এবং লাঠিচার্জ করে বহিরাগতদের এলাকার ছাড়া করিয়েছিলেন এই আই পি এস । 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় তিনি নন্দীগ্রামের পুলিশ অবজারভার পদে এসে নিজের কর্তব্যের প্রতি দায়বব্ধতা আবারও প্রমান করলেন।আর তার স্বীকৃতি স্বরুপ এবার সেই আই পি এস নগেন্দ্রনাথ ত্রিপাঠীকেই বেছে নেওয়া হল প্রেসিডেন্ট মেডেল পাওয়ার যোগ্য হিসাবে।

About Post Author