সময় কলকাতা ডেস্ক : ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় সাফল্য পেল মানিকচক থানার পুলিশ। ছিনতাইকারীকে গ্রেফতারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকাসহ যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হল ওই ব্যবসায়ীর হাতে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ এবং মানিকচক থানার আইসি অক্ষয় পাল।
উল্লেখ্য গত ১৬ জানুয়ারি মালদার ব্যবসায়ী রতন সাহা মানিকচকের মোহনা এলাকা থেকে তার ব্যবসার নগদ ৫৫ হাজার টাকা ছিনতাই করে কিছু দুষ্কৃতী। ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ জানায় ব্যবসায়ী রতন সাহা ।মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে এসআই দীনবন্ধু দাস তদন্ত প্রক্রিয়া চালান। ঘটনার কয়েক দিনের মধ্যেই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ ।
পাশাপাশি ছিনতাই হওয়া টাকা সহ সমস্ত সামগ্রীও উদ্ধার করে । দুষ্কৃতীদের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও চার রাউন্ড গুলি সহ একটি বাইক উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রশান্ত দেবনাথ জানায় ওই ব্যবসায়ীকে বেশ কিছুদিন ধরে নজরে রাখছিল ছিনতাইকারীরা। গত ১৬ জানুয়ারি মানিকচকের মোহনা এলাকায় ব্যবসায়ীর কাছ থেকে সর্বস্ব লুট করে ছিনতাইকারীরা । তারপরই মানিকচক থানা পুলিশ তদন্ত শুরু করে দুষ্কৃতী গ্রেফতার করে।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
১৩ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় :মাটিগাড়ায় ধর্ষণ-খুনের সাজা ফাঁসি, নির্দেশ দিল শিলিগুড়ি আদালত
সুভাষ বসুকে খুনের সাজা ঘোষণা