Home » ফের পুলিশের দাদাগিরি, প্রকাশ্যে মারধর এক যুবককে

ফের পুলিশের দাদাগিরি, প্রকাশ্যে মারধর এক যুবককে

সময় কলকাতা ডেস্ক : অমানবিক পুলিশ।ফের রাজ্যে উঠে এল পুলিশের অমানবিকতার ছবি। এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।ঘটনাস্থল হাওড়া আদালত চত্ত্বর।

প্রতিদিনের মতো আসামীদের আদালাতে হাজির করবার জন্য অভিযুক্তদের পুলিশ আদালতে নিয়ে এসেছিল। অভিযোগ, সেই প্রিজন ভ্যানের মধ্যে আসামীদের গাঁজা সরবরাহ করছিল এক যুবক। তা নজরে পরে যায় পুলিশ কর্মীদের। হাতেনাতে ধরে ফেলেন গাঁজা সরবরাহকারী ওই যুবককে পুলিশ কর্মীরা।আর তারপরই শুরু হয় পুলিশের শাসন।

অভিযোগ, পুলিশ গাঁজা সরবারহকারী যুবককে ধরে মারতে মারতে লকআপে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ শুধু দু-চারটে চড় দেয়নি বরং, অমানবিক ভাবে মারধর করে ওই যুবককে।অভিযোগ,পুলিশ মাটিতে ফেলে লাথি মারে গাঁজা সরবারহ করা ওই যুবককে।এরপর তাকে জেলে নিয়ে যায়।তার কয়েক ঘণ্টা পরেই দেখা যায় অভিযুক্ত গাঁজা সরবারহকারী যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ, এমনটাই দাবি স্থানীয়দের। তার তাতেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে।প্রিজেন ভ্যানে আসামীদের গাঁজা দেওয়ার অপরাধে পুলিশ যাকে মারধর করল তাকে এত সহজে ছাড়লো কে? এই প্রশ্নে উত্তাল হাওড়া আদালত চত্ত্বর। গাঁজা সরবরাহের অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে।কিন্তু পুলিশ কেন প্রকাশ্যে নির্মম ভাবে ওই যুবককে মারধর করল,তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

About Post Author