সময় কলকাতা ডেস্ক : এই বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডকে ভারচুয়ালি সেলিব্রেট করছে গুগল ইন্ডিয়া। রাজধানীর রাজপথে প্যারেডে যে সব জিনিস দেখা যায়, তাকে কেন্দ্র করেই ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছে ই সার্চ ইঞ্জিনের ডুডল। গুগল সার্চে গেলেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করছে ডুডল । চোখে পড়ছে, ডুডলের বদলে যাওয়া রং । সেখানে জায়গা করে নিয়েছে হাতি, ঘোড়া, সারমেয় এবং উট । পাশাপাশি রয়েছে প্যারেডে ব্যবহৃত লাল রঙ। উট সওয়ার সেনার বাদ্যযন্ত্র সেক্সোফোনও জায়গা করে নিয়েছে ডুডলে । সাদা পায়রা থেকে তেরঙ্গা, সব নিয়ে রঙিন হয়ে উঠেছে সার্চ ইঞ্জিন।
ভারত সরকার আইনের বদলে ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি দিনটিতেই কার্যকরী হয়েছিল ভারতের সংবিধান। গণতান্ত্রিক দেশে সুনিশ্চিত হয়েছিল প্রত্যেক ভারতবাসীর সমমর্যাদা ও সমঅধিকার। যা ৭২ বছর পরও একইভাবে রক্ষা করে চলেছে এই দেশ। আর সেই জন্যেই বিশ্বের দরবারে এক ঐক্যের ছবি তুলে ধরে। বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের সবচেয়ে বড় হাতিয়ার। আর ২৬ শে জানুয়ারি দিনটি ঠিক যেভাবে রাজপথে উপযাপিত হয়, তারই ভারচুয়াল লুক ফুটে উঠল গুগল ডুডলে। এর আগেও নানা ঐতিহাসিক দিনে ভারতকে সম্মান জানিয়ে তৈরি হয়েছে বিশেষ ডুডল। স্বাধীনতা দিবস কিংবা গান্ধীজয়ন্তী, হোলি-সহ নানা অনুষ্ঠান গুলিতে বদলে ফেলা হয় গুগল ডুডলকে। আবার বিখ্যাত কোনও ব্যক্তিত্বকে সম্মান জানিয়েও একাধিকবার সেজেছে ডুডল । ৭৩ তম সাধারণতন্ত্র দিবসেও তার ব্যতিক্রম হল না।
প্রসঙ্গত, অতুলপ্রসাদ সেনের লেখা কবিতার লাইনকে কেন্দ্র করে গত বছর ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছিল গুগল।
More Stories
OPTICAL ILLUSION: প্রখর দৃষ্টিশক্তি দিয়ে নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে দেখান
Govinda: নিজের বন্দুকেই গুলিবিদ্ধ গোবিন্দা, এখন কেমন আছেন?
OPTICAL ILLUSIONS: মাত্র ১ শতাংশ পাঠক নীচের দেওয়া ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পেরেছেন, আপনি পারবেন?