সময় কলকাতা ডেস্কঃ প্রথম প্রজাতন্ত্র দিবসের পরে ৭২ বছর কেটে গেছে। দেশের পরিবহন পরিষেবায় বহু সাফল্যের গৌরবময় ইতিহাসের সাক্ষী সাউথ ইস্ট্যার্ন রেলওয়ে রেখেছে দেশের স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে অনন্য ও উজ্জ্বল সাক্ষর। বুধবার ঐতিহ্যবাহী সাউথ ইস্ট্যার্ন রেলের হেডকোয়ার্টার গার্ডেনরিচেও উদযাপিত হল দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। নির্দিষ্ট নির্ঘন্ট মেনে সাউথ ইস্ট্যার্ন রেলওয়ে-র জেনারেল ম্যানেজার অর্চনা যোশী রেলওয়ে প্রটেকশান ফোর্স, সিভিল ডিফেন্স ও সেন্ট জন অ্যাম্বুলেন্সের কুচকাওয়াজ সহযোগে পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন।
সাউথ ইস্ট্যার্ন রেল (এস ই আর) -এর কর্মী ও আধিকারিকদের উদ্দেশ্য করে জেনারেল ম্যানেজার অর্চনা যোশী প্রজাতন্ত্র দিবসের গরিমা ও দেশের স্বার্থে সাউথ ইস্ট্যার্ন রেলের ভূমিকার উল্লেখ করেন।
জিএম অর্চনা যোশী দক্ষিণ পশ্চিম রেল শাখার বর্ণময় ভূমিকার অবতারণা করে বিগত বছরের পাশাপাশি অতিমারী কালে এস ই আরের বিশেষ দায়িত্বপালনের উল্লেখও করেছেন। এস ই আরের তরফে কোভিড-কালে বিশেষ ভূমিকা সহকারে ২৮১ টি অক্সিজেন স্পেশাল ট্রেন চালানো হয়েছে। গার্ডেনরিচ সাউথ ইস্ট্যার্ন রেলের সেন্ট্রাল হাসপাতালকে ১৩০০০ লিটার অক্সিজেন সহ জীবনদায়ী ট্যাঙ্ক সমৃদ্ধ করার উদ্যোগ সেন্ট্রাল মেডিক্যাল গ্যাসের সহযোগিতায় বাস্তবায়ণ করা হয়।সাউথ ইস্ট্যার্ন রেলের পক্ষে,২০-২১ আর্থিক বছরে ১৭৫.৮ টন মাল বহন করার পাশাপাশি একই বিষয়ে ডিসেম্বর পর্যন্ত ইতিমধ্যেই লক্ষ্যমাত্রার ১৫ শতাংশ বেশি অর্জিত হয়েছে।
১০২.৩ ট্রেন লাইন ডাবলিং বা ট্রিপলিং করা হয়েছে।বিরসা-বন্ডমুন্ডা বা বালসিরিং-লোধমা এক্ষেত্রে উল্লেখযোগ্য।টাটানগর বাদামপাহাড়ের বৈদ্যুতিকরণ ছাড়াও ২৪৭ স্টেশনে হাই স্পিড ওয়াই ফাই করা হয়েছে।৫৩ টি স্টেশনে উল্লেখযোগ্য ভাবে বসানো হয়েছে ১৭৮১ সিসিটিভি ।শুধু গার্ডেনরিচ-ই নয়,এদিন খড়্গপুর, আদ্রা, চক্রধরপুর, রাঁচিতে সাউথ ইস্ট্যার্ন রেলের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে।।
More Stories
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এই অষ্টম পে কমিশনের মাধ্যমে কতটা বাড়বে বেতন, ডিএ ? কীভাবে বাড়বে বেতন ?
মন্ত্রিসভার সম্মতি অষ্টম পে-কমিশনে, খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা
ছত্তিশগড়ের জঙ্গলে ফের আইইডি বিস্ফোরণ! ১৬ দিনে ৫ টি বিস্ফোরণ, মাওবাদী আতঙ্ক, বড় আতঙ্ক ছত্রিশগড়ে