সময় কলকাতা ডেস্ক: রেলের নিয়োগের পরীক্ষায় আচমকা প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করেছে বোর্ড। এই অভিযোগকে কেন্দ্রকরে করে বুধবার পরীক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বিহারের গয়া স্টেশন চত্তর।ব্যপক ইট বৃষ্টির পাশাপাশি বিক্ষোভকারীরা ট্রেনে আগুনও ধরিয়ে দেয়।ট্রেনের কামরায় দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এই ঘটনাকে কেন্দ্রকরে স্টেশন চত্তরে ব্যপক উত্তেজনা ছড়ায়।আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে বেশ কয়েকজন রেল পুলিসকর্মী জখম হন। রেল পুলিসবাহিনী ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, রেলের নিয়োগের জন্য নেওয়া পরীক্ষায় উদ্যেশ্য প্রনোদিতভাবে প্রশ্নপত্র পরিবর্তন করা হয়েছে এই অভিযোগে, গত তিনদিন ধরে নিয়োগপ্রার্থীরা একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছিলেন।বুধবার সকালে গয়া স্টেশনে নিয়োগপ্রার্থীদের আন্দোলন চরম আকার ধারণ করে।তবে ছাত্রছাত্রীদের এহেন আচরণে হতবাক রেল থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা।পরীক্ষার্থীদের এই বিক্ষোভের জন্য কোচিং ইন্সটিটিউটগুলিকে দায়ি করা হয়েছে।তাদের অভিযোগ কোচিং ইন্সটিটিউট গুলি বিক্ষোভরত ছাত্রদের উস্কানি দিচ্ছে।তবে নিয়োগপ্রার্থীদের আন্দোলন যে এমন আকার ধারণ করতে পারে সেই তথ্য প্রশাসন বা রেলের আধিকারিকরা পেলেন না কেন ? প্রশ্ন এলাকার বাসিন্দাদের।
এলাকাবাসীর একাংশের দাবি, ২৫ শে জানুয়ারি বিক্ষোভকারীরা বুধবার গয়া জেহানাবাদে বিক্ষোভের কথা সোশ্যাল মিডিয়াতে আগাম জানিয়ে দেয়। তারপরেও রেল পুলিস ও প্রশাসন বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার কারণেই গয়া স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যারা এই হিংসার ঘটনার নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে রেল পুলিস ও স্থানীয় প্রশাসন। অভিযুক্তদের চিহ্নিত করেই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে রেল দপ্তর সূত্রে জানানো হযেছে।
More Stories
Truck Strike: সাত দফা দাবিতে বুধবার থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট , পুজোর মুখে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
OPTICAL ILLUSION: শুধু মেধাবিদের জন্য, নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধাটির সমাধান করতে পারবেন?
আরজিকর কাণ্ডের আবহে রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত