Home » মধ্যমগ্রামে রঙের কারখানায় ভয়াবহ আগুন, জখম ২

মধ্যমগ্রামে রঙের কারখানায় ভয়াবহ আগুন, জখম ২

সময় কলকাতা ডেস্ক: মধ্যমগ্রামে রঙের কারখানায় ভয়াবহ আগুন। বৃহস্পতিবার বিকাল ৪ টা নাগাদ মধ্যমগ্রামের বাদু এলাকার নদীভাগ দ্বিতীয় সরণিতে রঙের কারখানাটিতে আগুন লাগে। ভেতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকায় দ্রুত কারখানা চত্বরে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা।গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়।খবর পেয়ে দমকলের ৪ টি ইঞ্জিন প্রথম পর্যায়ে ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত দু জন গুরুতর জখম হয়েছেন। পুলিস ও দমকল কর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে  কলকাতার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।আর কেউ কারখানার ভেতরে আটকে রয়েছেন কিনা দমকলকর্মীরা তা জানার চেষ্টা করছে।

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে কারখানায় কর্মীরা কাজ করার সময় আচমকাই আগুন লাগে। এরপরেই তা দ্রুত কারখানা চত্বরে ছড়িয়ে পড়ে।দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে  স্থানীয় বাসিন্দা এবং পাশে থাকা কারখানাগুলির শ্রমিকরাও আতঙ্কিত হয়ে পড়েন।আগুনের তিব্রতা বেশী থাকায় দমকলকর্মীরাও কারখানার ভেতরে ঢুকতে পারছেন না। কারখানার গেটের বাইরে থেকে তাঁরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছেন।ইতিমধ্যেই কারখানাটির ভেতরের অধিকাংশ জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিভাবে কারখানাটিতে আগুন লাগল তা নিয়ে ধন্ধে স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীরা।

 

 

About Post Author