অমলেন্দু মণ্ডল, সময় কলকাতা বীরভূম :
করোনার গ্রাফ নিম্নমুখী হলে যে কোনও সময়েই রাজ্যে পুরসভা ভোটের দামামা বাজবে।সেকথা মাথায় রেখে পুরভোটের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি।বিধানসভা ভোটে ধাক্কা সামলাতে জেলায় জেলায় নেতৃত্বে একাধিক পরিবর্তন করছে বঙ্গ বিজেপি।পুরভোটে কোনও পরিবর্তনই কাজে আসবে না। পদ্মের কুঁড়ি এলেও পাপড়ি মেলে ফুল ফুটবে না। বৃহস্পতিবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের প্রশ্নে পুরভোট নিয়ে এমনটাই ভবিষ্যতবানী শোনালেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি বলেন, পুরসভা নির্বাচনে তৃণমূলেরই জয়জয়কার হবে।তিনি ছাড়াও পুজো দেওয়ার সময় রাজ্যের ডেপুটি স্পীকার আশিষ বন্দোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক অশোক চ়ট্টোপাধ্যায়, রাজেন্দ্র প্রসাদ সিংহ, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, রামপুরহাট দু নং ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন ।
অনুব্রত মণ্ডল বলেন, মায়ের ডাকে পুজো দিতে এসেছি। পরিবারের পাশাপাশি দল ও দলনেত্রীর নামেও মায়ের কাছে পুজো দিয়েছি। বিজেপির জেলা সংগঠনে রদবদল প্রসঙ্গে অনুব্রত কটাক্ষ করে বলেন, বিজেপি ভেড়া ছাগলের দল। কখন কোন ভেড়া কে সরিয়ে কোন ভেড়াকে আনছে তার ঠিক নেই। গোয়ালে ছাগল কমে গেলে ভেড়া দিয়ে ভর্তি করছেন ওদের নিয়ে আমি ভাবি না।বিরোধীদের ছাগল ভেড়া বলে অনুব্রতর কটাক্ষ নিয়ে সরব হয়েছে রাজনৈতিক মহলের একাংশ।
পুরভোটে বিরোধীদের প্রার্থীদেওয়া প্রসঙ্গে, অনুব্রত বলেন, কোন দল প্রার্থী দেবে না দেবে সেটা তাদের ব্যাপার । আমি কোনও দলের ঠিকা নিইনি।আমার দল সব জায়গায় প্রার্থী দেবে জয়লাভ করবে এটুকু বলতে পারি।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত