সময় কলকাতা ডেস্ক : রাস্তার বেহাল দশা, ঘটছে দুর্ঘটনা, পাইপ ফেটে ও বৃষ্টিতে হাঁটু সমান জলে দুর্ভোগে পড়ছেন মানুষ। প্রতিকার চেয়েও সুরাহা মিলছে না। এবার বসিরহাটে ছাত্ররা নামল আন্দোলনে।
উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের ত্রিমোহিনী থেকে হাসনাবাদ পর্যন্ত ষোলো কিলোমিটার রাস্তা ভয়াবহ রূপ নিয়েছে।রাস্তার ধারে জলের পাইপ ফেটে জমছে জল, দুর্ভোগ বেড়েই চলেছে সাধারণ মানুষ, নিত্যযাত্রী ও স্কুল ছাত্র-ছাত্রীদের। যানবাহন চলাচলে সমস্যা বাড়ছে।
প্রশাসনকে বলে মিলেছে শুধুই আশ্বাস। টাকি রোডের সোনপুকুর সংলগ্ন স্থানে কয়েকশো মাদ্রাসার ছাত্র ও স্থানীয় বাসিন্দারা মিলে বৃহস্পতিবার রাস্তা অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে আসে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা আশ্বাস দিলেও অবরোধ চলে দু ঘণ্টা ধরে। তাদের দাবি, স্থানীয় বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায় আশ্বাস দিলেও তা এখনো কাজ আরম্ভ হয়নি। রাজ্য পূর্ত ও সড়ক দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার কথা বলে অবরোধকারী ছাত্ররা।
এই রাস্তা অবরোধের ফলে যান চলাচল ও জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে।উল্লেখ্য সীমান্ত থেকে সুন্দরবন অন্যদিকে বারাসাত ও কলকাতার মধ্যে যোগাযোগকারী রাজ্যসড়ক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকি রোড।
প্রশাসনের সুত্রে বলা হয়েছে, বেড়াচাঁপা থেকে বসিরহাট মৈত্র বাগান পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রাস্তার কাজের সংস্কার চলছে খুব শিগগিরই নতুন রাস্তা হয়ে যাবে। বাকি ১৬ কিলোমিটার অর্থাৎ ত্রিমোহনী থেকে হাসনাবাদ পর্যন্ত রাস্তার কাজও খুব তাড়াতাড়ি শেষ হবে।
এদিকে টাকি রোডের সংস্কারে ” হচ্ছে, হবে “র ফাঁসে নাজেহাল বসিরহাটবাসী । তাঁরা চান দ্ৰুত রাহুমুক্তি।।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
সন্দেশখালিতে তরুণী খুনের তদন্ত খতিয়ে দেখতে উপস্থিত মহিলা কমিশন, প্রশ্নের মুখে পুলিশ