সময় কলকাতা ডেস্ক :খানিকটা স্বস্তি মিলল করোনা দৈনিক সংক্রমণের ক্ষেত্রে। তবে পজিটিভিটি রেট চিন্তা বাড়াচ্ছে।
বৃহস্পতিবার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে করোনায় সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪জন। দেশের পটিজিভিটি রেট ১৯.৫৯ শতাংশ। যা এখনো যথেষ্টই উদ্বেগজনক।
দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৭৩ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯১ হাজার ৭০০ জন।
বর্তমানে গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২২ লক্ষ ২ হাজার ৪৭২ জন রোগী। যা আগের দিনের থেকে অনেকটাই কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৭৬ লক্ষ ৭৭ হাজার ৩২৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৩৫৭ জন।
রিপোর্ট বলছে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের অবস্থা উন্নতির দিকে। কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণের রাজ্যগুলি। রীতিমতো ভয় ধরাচ্ছে কেরল, কর্ণাটকের দৈনিক সংক্রমণ।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে জোরকদমে চলছে টিকাকরণ ও পাশাপাশি শুরু হয়েছে বুস্টার ডোজও।
More Stories
অনুপ্রবেশকারীদের হাতে ভারতীয় আধার কার্ড! দুই রাজ্যে নির্বাচনের আগেই তল্লাশী শুরু ইডির
পান্নুনের নিশানায় এবার রামমন্দির! ভিডিও বার্তায় হুমকি খলিস্তানি নেতার
Salman Khan: ফের খুনের হুমকি সলমনকে, মুম্বই ট্র্যাফিক পুলিশ মারফত এল হুঁশিয়ারি বার্তা