Home » কাম টুগেদার, থিঙ্ক টুগেদার, বিজেপির দ্বন্দ্ব মেটাতে দিলীপের দাওয়াই

কাম টুগেদার, থিঙ্ক টুগেদার, বিজেপির দ্বন্দ্ব মেটাতে দিলীপের দাওয়াই

সময় কলকাতা ডেস্কঃ পদ্ম সম্মান নিয়ে মান অপমানের রাজনীতিতে উত্তাল বাংলা।আর বিজেপির অন্দরে মান অভিমান নিয়েও তরজা তুঙ্গে  এরাজ্যে।শীতের মিঠে কড়া রোদ মেখে রাজ্য বিজেপির নেতারা এই দিক আর ওদিক নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। এতে ইন্ধন জোগাচ্ছে  পিকনিকের মরশুম।বৃহস্পতিবার সকালে নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াকে এসে দিলীপ ঘোষ শীতের পিকনিককে এক অন্যমাত্রায় নিয়ে গিয়ে জানিয়ে দিলেন আমিও কাল পিকনিক করেছি। সবাই পিকনিক করছে এই সময়। পিকনিকে সবাই একত্রিত হয় । পিকনিক এখন ডিপ্লোম্যাসি?এই সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের সংযোজন দিদিমণি ফিস ফ্রাই ডিপ্লোম্যাসি শুরু করেছিলেন।আর দিদিমনির সেই চক্রে বাবুল সুপ্রিয়ও ওই করে ফেঁসে গেছিলেন । দিলীপ ঘোষের মত, বর্তমানে দুনিয়া পাল্টাচ্ছে সেই মত রাজনীতির পরিভাষাও পাল্টাচ্ছে।
রাজ্যে সাংসদ ও মুখ্যমন্ত্রীর সমন্বয় বৈঠক নিয়ে এদিন তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবী আমিও তো এই রাজ্য থেকে সাংসদ । আমাকে তো ডাকেনি। উনি কিসের সমন্বয় করছেন ?প্রশ্ন দিলীপ ঘোষের। আসলে তৃণমুলের ওপরের স্তরে ঘামাসান লড়াই চলছে। সেটা সিনিয়র আর জুনিয়রের লড়াই ।সেটারই সমন্বয় করছেন উনি, অভিযোগ দিলীপ ঘোষের।

পদ্ম সম্মান নিয়ে মান সম্মানের লড়াইয়ের রাজনীতিতে নতুন মাত্রা দিলেন এই দিন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে কমিউনিস্টরা কাঁকড়ার মত।ওরা নিজেদের কাউকে ওপরে উঠতে দেয়নি। জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি।তেমনই দিলীপের দাবি বুদ্ধদেবকে ওরা পদ্ম সম্মান নিতে দিল না। সিপিএমের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য শুধু রাজনীতিকই নন ।তিনি সাহিত্যিকও বটে মত দিলীপ  ঘোষের। শুরুতেই দল বলে দিল, নেওয়া যাবে না। উনি দলীয় অনুশাসন মেনে চলেন। তাই উনি নিতে অস্বীকার করলেন। সোমনাথ বাবুও একই ঘটনার শিকার। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর মেয়ে বাড়িতে দলের নেতাদের ঢুকতেই দেননি। সেই ইতিহাস স্মরণ করে দিলীপ ঘোষের মন্তব্য, এটা ভুলে যাবেন না।

পদ্ম সম্মান নিয়ে রাজ্যে বুদ্ধিজীবীদের মান অপমানের প্রশ্নে এক হাত নেন দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন  ট্যাবলো নেই বলে অপমান? পুরস্কার দেওয়া হল বলেও অপমান ! এরা আগে ঠিক করুন কোনটা মান আর কোনটা অপমান। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ সব দলের কাছে জনপ্রিয় । রাজনীতি করেন বলেই পুরস্কার দেওয়া যাবে না?এটা কেমন কথা প্রশ্ন দিলীপ ঘোষের। তাঁর আরো মন্তব্য প্রণব মুখার্জি কেরিয়ারের শেষে রাষ্ট্রপতি হয়েছিলেন। তার আগে পর্যন্ত তিনি কংগ্রেসকেই সার্ভ করেছেন। তাঁকেও তো ভারত রত্ন দেওয়া হয়েছে। দিলীপ ঘোষের দাবী রাজনীতিকদেরও স্বীকৃতি দেওয়া উচিৎ। কিছু লোক অন্যের ভালো দেখতে পারেন না। আর মোদী  বিরোধিতা করতে গিয়ে নিজেরাই নিজেদের পায়ে কুড়ুল মেরে চলেছে।

সকালে ইকোপার্কে শরীর চর্চার পাশাপাশি শুধু মাত্র রাজনীতির চর্চা করে থামেন নি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।স্কুল খোলার দাবীতে সোচ্চার অভিভাবকদের সমর্থন জানিয়ে দিলীপ ঘোষের দাবী দেশে সব খুলেছে। ইমিডিয়েট স্কুলও খোলা উচিৎ। ঘর বন্দী হয়ে বাচ্চারা বড়োদের সঙ্গে দিন কাটাচ্ছে। তাদের শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে না। পড়ার পরিবেশ থেকেও শিশুরা বঞ্চিত হচ্ছে। পড়ুয়াদের ভ্যাকসিন হবে কিনা তা নিয়ে বলার জন্য বিজ্ঞানীরা আছেন বলে মত দিলীপ ঘোষের । দেশে ইতিমধ্যে ১৮ বছর বয়সের নিচে ভ্যাকসিন চালু হয়েছে । আর ভয়ের পরিবেশ কাটিয়ে মাস্ক পরে শিশুরা অবিলম্বে স্কুলে যাক। দাবী বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

About Post Author