Home » বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন ওড়ালো মাওবাদীরা, রেল চলাচল ব্যাহত

বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন ওড়ালো মাওবাদীরা, রেল চলাচল ব্যাহত

সময় কলকাতা ডেস্ক: রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা । বুধবার মধ্যরাতে গিরিডির সারিয়া থানা এলাকার গিরিডি ও চিচাকির মাঝখানে রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দেয় মাওবাদীরা।

রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গঙ্গা দামোদর এক্সপ্রেস চৌধুরী বাঁধ রেল স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। হাতিয়া ইসলামপুর এক্সপ্রেস, লোকমান্য তিলক এক্সপ্রেসকে পারাসনাথ স্টেশনে দাঁড় করিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি এই বিস্ফোরণের কারণে বহু ট্রেনের গতিপথ পরিবর্তন করেছে রেল দপ্তর।

কর্মাবাদ এবং চিচাকি রেলস্টেশনের মধ্যে 334/13 এবং334/14 ইলেকট্রিক পোলের মাঝের রেললাইন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিস্ফোরণে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশবাহিনী পাশাপাশি রেল দপ্তরে একাধিক কর্তাব্যক্তি। আশেপাশের জঙ্গলে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে মাওবাদীদের সন্ধানে। এর আগেও ঝাড়খন্ডে বহুবার মাওবাদীরা রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দিয়েছে। গুমো স্টেশন এর সংলগ্ন এলাকায় এর আগেও মাওবাদীরা রেললাইন উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছে।

পশ্চিমবঙ্গে মাওবাদীদের দৌরাত্ম্য কিছুটা কম হলেও পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খন্ড এবং বিহারে মাওবাদী দৌরাত্ম্য অব্যাহত। শুধু চিচাকি সংলগ্ন জঙ্গলেই চিরুনি তল্লাশি নয় ইতিমধ্যে প্রশাসন ঝাড়খণ্ড সহ বিহারের বিভিন্ন অঞ্চলে তল্লাশি অভিযান শুরু করেছে মাওবাদীদের খোঁজার উদ্দেশ্যে।

About Post Author