সময় কলকাতা ডেস্ক : দক্ষিণী কনের সাজে বিয়ের পিঁড়িতে বসলেন কোচবিহারের বাঙালি মেয়ে মৌনি রায়। প্রথমে দক্ষিণী রীতিতে বিয়ে সারলেও পরবর্তীতে বাঙালি রীতিতে বিয়ে হবে বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।
এদিন, লাল ও সোনালি পাড়ের সাদা শাড়িতে সেজেছিলেন মৌনি। সঙ্গে ট্রাডিশনাল দক্ষিণ ভারতীয় গয়না, খোঁপায় লাগিয়েছেন গজরা। বর সূরজ সেজেছিলেন ঘিয়ে কুর্তা ও সাদা ধুতিতে।
বুধবার গায়ে হলুদ ও মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হবু বর কনের একসঙ্গেই হলদি অনুষ্ঠান হয়। এদিন সাদা লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন মৌনি, সঙ্গে মানানসই সাদা ফুলের গয়না। হবু স্ত্রীর সঙ্গে ম্যাচ করে সূরজ নাম্বিয়ারও পরেছিলেন সাদা কুর্তা পাজামা।
মৌনির বিয়ের ছবি প্রথম প্রকাশ করেন গায়ক মনমীত সিং। অভিনেত্রীর ফ্যান পেজের তরফে একাধিক ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। গোয়ায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরা বেদী, আশকা গোরাডিয়া, অর্জুন বিজলানির মতো তারকারা।
এদিন রাতে সুরজকে জড়িয়ে ধরে প্রথমবার একটি যুগল ছবি শেয়ার করে মৌনি লেখেন, ‘সবকিছু। হরি ওম। ওম নমঃ শিবায়।’
More Stories
Govinda: নিজের বন্দুকেই গুলিবিদ্ধ গোবিন্দা, এখন কেমন আছেন?
Mithun Chakraborty: ‘দাদা সাহেব ফালকে’ পাচ্ছেন বাংলার মহাগুরু
শর্ট ফিল্ম নিয়ে বিতর্ক তুঙ্গে! দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক