সময় কলকাতা ডেস্ক : স্বাস্থ্য পরিষেবায় সুখবর রাজ্যবাসীর জন্য।রাজ্যে আরটিপিসিআর টেস্ট করার মূল্য বেসরকারি সংস্থার জন্য বেঁধে দেওয়া হল। ফলে কোভিড সংক্রান্ত ক্ষেত্রে টেস্টের খরচ কমতে চলেছে। কোভিডের এই বিশেষ টেস্টের ফী ৯৫০ থেকে কমিয়ে ৫০০ টাকা করার নির্দেশ রাজ্য স্বাস্থ্য কমিশনের।
কোভিড নির্ণয় করার ক্ষেত্রে রাজ্যবাসীর অনেকটাই স্বস্তি আনছে রাজ্যের ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের বৃহস্পতিবারের নির্দেশিকা। প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে আর টি পি সি আরের টেস্ট চার্জ। দুশ্চিন্তা কমছে যে নির্দেশিকায় সেখানে পরিষ্কার জানানো হয়েছে সংশোধিত হারে আর টি পি সি আর টেস্ট করতে হবে বেসরকারি স্বাস্থ্য পরিষেবায়। কোভিড পরীক্ষা করাতে আর টি পি সি আর টেস্টের সর্বোচ্চ মূল্য ধার্য করা হয়েছে পাঁচশো টাকা। এতদিন সাড়ে নশো টাকা দিয়ে টেস্ট করাতে হত। চার্জ কমানোর কারণ হিসেবে বলা হয়েছে আর টি পি সি আর কিটসের ও আর এন এ পরীক্ষার কিটসের দাম কমেছে। বৃহস্পতিবার জারী হওয়া এই নির্দেশিকার ফলে স্বাভাবিক ভাবেই রাজ্যবাসী ফেলছেন স্বস্তির নিশ্বাস।
More Stories
দার্জিলিঙে তুষারপাত! জাঁকিয়ে শীতের দেখা মিলবে দক্ষিণবঙ্গে?
‘ভিসেরা রিপোর্ট বদলে দিতে পারে রায় ?
গোয়ালপোখরে পুলিশকে গুলি, বাংলাদেশ সীমান্তে খতম সেই পলাতক বন্দি সাজ্জাক