সময় কলকাতা ডেস্কঃ গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।তাঁকে দেখতে এসএসকেএম -এ গেলেন মুখ্যমন্ত্রী ।এর আগে অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় কে গ্রীন করিডর করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।ভর্তি করা হয় উডবার্ন ওয়ার্ডে। সেখানে চিকিৎসকরা তার শারীরিক আবস্থার উপর নজর রাখছেন।
শ্বাসকষ্ট, হালকা জ্বর, বুকে সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে । প্রবাদপ্রতিম শিল্পীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন এসএসকেএম হাসপাতালের বক্ষরোগ বিভাগের প্রধান চিকিৎসক সোমনাথ কুন্ডু।তাকে দেখেছেন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান চিকিৎসক অসীম কুন্ডু এবং মেডিসিন চিকিৎসক নিলাদ্রি সরকার। প্রাথমিকভাবে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। প্রবীণ এই গায়িকা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন । তাঁকে ভর্তির পর সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। জ্বর কমানোর ওষুধ এবং অক্সিজেন দেওয়া ছাড়াও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।মুখ্যমন্ত্রী এদিন জানান করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায় ।
সম্প্রতি কেন্দ্রের ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান করেন কিংবদন্তী গায়িকা। ‘পদ্মশ্রী’ ইস্যুতে যখন তোলপাড় বাংলা, তার চব্বিশ ঘণ্টার মধ্যেই শারীরিক পরিস্থিতির অবনতি হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁর হার্টের সমস্যা রয়েছে। পাশাপাশি শরীরের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি।
গায়িকার পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন শিল্পীকে কিছুটা মানসিক বিপর্যস্ত বলে মনে হয়, এমনটাই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।এর আগে অসুস্থ শিল্পীর মেয়েকে ফোন করে গায়িকার খবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সরাসরি এসএসকেএম -এ দেখতে যান ।মুখ্যমন্ত্রীর এদিন জানান শিল্পীকে সেরা চিকিৎসা দিতে বাইপাসের ধারে বেসকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।
More Stories
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও
Mamata Banerjee: টলিপাড়ায় নারী নির্যাতন নিয়ে সরব অভিনেত্রী ঋতাভরী, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে
Trinamool Congress MP resigsn: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, দলের অস্বস্তি বাড়িয়ে রাজ্যসভার পদ থেকে ইস্তফা তৃণমূূল সাংসদের