সময় কলকাতা ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ ভবনের সামনে শুভেন্দু অধিকারী গাড়ি আটকে দেওয়া হল। বিধান নগর পুলিশের পক্ষ থেকে আটকানো হল গাড়ি।বন্ধ স্কুল কলেজ খুলে চালু করার আবেদন জানাতে বিজেপির তরফে এক প্রতিনিধি দল রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে দেখা করতে উদ্যোগী হয়। এই দলে সামিল ছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের গণতান্ত্রিক পরিকাঠামো আদৌ আছে কিনা সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন গণমাধ্যমের সামনে।
শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি করাটা যেমন অপরাধ তেমন ভোট ব্যাংকে ধ্বস নামতে পারে বুঝলেই পুলিশকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়।শাসক দলের রেজিস্টার্ড গুন্ডা হিসেবে তিনি পুলিশ কে চিহ্নিত করেন।তিনি বলেন গণতান্ত্রিক দেশে যে পুলিশ আধিকারিকরা অগনতান্ত্রিক কাজ করছেন কেন্দ্রীয় সরকারের সংশোধিত আইনে তাদের পরিণতি স্থির করা হবে ।তিনি জানান, এদিন তাঁরা বিজেপির পক্ষে রাজ্যের শিক্ষা সচিবকে স্কুল খুলে দিতে বলতে এসেছিলেন। তিনি তথ্য দিয়ে বলেন,১৫ টি রাজ্যে কোভিড বিধি মেনে স্কুল কলেজ চলছে। এরাজ্যে দুশো জন নিয়ে বিয়ে বাড়ি অনুষ্ঠিত হলে তিরিশ জন নিয়ে কেন ক্লাস হবে না, সে প্রশ্নও তোলেন শুভেন্দু অধিকারী।।
More Stories
আগামী সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদ যাবেন মমতা, কী বার্তা দেবেন সভা থেকে?
সদস্য সংগ্রহে রেকর্ড বৃদ্ধি, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল DYFI!
আমন্ত্রণ সত্ত্বেও জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধনে যাচ্ছেন না মমতা