সময় কলকাতা ডেস্ক : সর্বনাশা টিকটকের নেশা প্রাণ কেড়ে নিল যুবকের।ট্রেনের মাথায় চড়ে ভিডিও শুটিং করার সময় ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলঘরিয়ার টেক্সম্যাকো সংলগ্ন সাইডিং এলাকায় প্রাণ হারাল ওই যুবক।
বেলঘরিয়া টেক্সম্যাকো সংলগ্ন সাইডিং লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ওপর উঠে মোবাইলে টিকটক ভিডিও শুটিং করতে যাওয়া কাল হল ।হাইটেনশন তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের।মৃত যুবকের এখনো পর্যন্ত কোন নাম বা ঠিকানা জানা যায়নি। তার সঙ্গে আরও সঙ্গী সাথী ছিল যারা ঘটনার পরেই ঘটনাস্থল থেকে সরে পড়ে। রেলপুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় দমদম রেল পুলিশ আধিকারিক ও কর্মীরা।
স্থানীয় মানুষ যাদের মধ্যে গণেশ সাহা বা তপন দত্তের মত প্রত্যক্ষদর্শীও ছিলেন যাঁরা বলেন, মৃত যুবক ও তার একাধিক বন্ধুবান্ধব মিলে টিকটকের ভিডিও করছিল। কারণ যারা নিচে দাড়িয়ে ভিডিও করছিল, তারা তেমনটাই বলাবলি করছিল। বারণ করা হয়েছিল, ট্রেনের মাথায় উঠে বিপজ্জনক ছবি না তুলতে। স্থানীয় মানুষের নিষেধাজ্ঞা না শুনেই তারা টিকটক করতে থাকে।
অতি উৎসাহের ফাঁকেই ঘটে দুর্ঘটনা। বিভিন্ন অঙ্গভঙ্গি সহযোগে অভিনয় যুবকের চরম পরিণতি ডেকে আনে । মর্মান্তিক ঘটনার শিকার ওই যুবক ট্রেনের ওপর দিয়ে যাওয়া হাইটেনশান লাইনের তার স্পর্শ করতে সশব্দে বিস্ফোরণ হয়। নিমেষে পুড়ে ঝাঁঝরা হয়ে যায় টিকটক অভিনেতা। সঙ্গী সাথীরা বিপদ বুঝে চম্পট দেয়। দ্রুত এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় রেল পুলিশকে।
এরকম বিপজ্জনক ফটো শুট অভিনব নয় এবং প্রাণও গেছে। টিকটক করার নেশা বন্ধ হয় নি তবে টিকটক মাঝে বন্ধ ছিল, কিছুদিন পরে তা আবার চালু হয়।
বেলঘরিয়া সাইডিং এলাকায় এই রকম ভাবে প্রাণ হাতে করে ভিডিও শুট মাঝেমাঝে করে যায় যুবক যুবতীরা।এলাকাবাসী জানিয়েছে, টিকটক বা ট্রেনের মাথায় চড়ে ভিডিও শুটিং করার ফলে দুর্ঘটনা ঘটে নি তাও নয়।
প্রশ্ন উঠছে নিরাপত্তারক্ষীদের দায়িত্ব কর্তব্য নিয়ে। কিন্তু এলাকাবাসী নিরাপত্তারক্ষীদের চেয়ে বেশি দোষ দিচ্ছেন টিকটকারদের। তাঁদের মতে এই ভিডিও তৈরি করতে আসে যারা, তারা নিজের প্রাণ বিপন্ন করে টিকটক করে।নিরাপত্তারক্ষীদের চোখেও ধুলো দেয় এবং তারা একটু এদিক থেকে ওদিকে গেলেই তার সুযোগ নেয় টিকটক ভক্তরা। তারা ট্রেনের মাথায় চড়ে বা এরকম জীবন হাতের মুঠোও অভিনয় আর ভিডিও করতে থাকে। অনেক সময়ে দুর্ঘটনা ঘটে না। কখনও দুর্ঘটনা ঘটে- প্রাণও যায়, যেমনটা হল বৃহস্পতিবার রাতে।।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে