সময় কলকাতা ডেস্ক : দুর্ঘটনার কবলে বিধায়ক মদন মিত্র। তাঁর বাইকের সাথে লরির সংঘর্ষ।
বিধায়ক মদন মিত্র বাইক চালানোর সময়ে দুর্ঘটনার কবলে পড়লেন। বাইক চালানো তাঁর প্যাশান। এদিন সন্ধ্যায় বাইক চালিয়ে বেলঘরিয়া ১৭পল্লী নাগরিক সমিতির পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনী মেলা যাওয়ার পথে লরির সঙ্গে তাঁর বাইকের মৃদু সংঘর্ষ হয়। বেলঘরিয়া রথতলার সামনে লরির সঙ্গে তাঁর বাইকের হওয়া সংঘর্ষে তিনি আহত হন। তাঁর চিকিৎসা চলছে। তবে সূত্রের খবর বিধায়ক মদন মিত্রর চোট গুরুতর নয়। যদিও এই মুহূর্তে তিনি সুস্থ আছেন তবুও অনুগামী ও ভক্তদের মধ্যে রয়েছে উদ্বেগ।
More Stories
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত
ক্রিপ্টো কারেন্সি সামনে রেখে বিরাট হাওলা চক্র, চক্রের পর্দা ফাঁস ইডির