Home » দেশে নিম্নমুখী হচ্ছে করোনার গ্রাফ, ভাবাচ্ছে কেরল ও মহারাষ্ট্র

দেশে নিম্নমুখী হচ্ছে করোনার গ্রাফ, ভাবাচ্ছে কেরল ও মহারাষ্ট্র

সময় কলকাতা ডেস্ক : ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে মারণ ভাইরাস করোনার ব্যপকতা।ক্রমবর্ধমান সংক্রমণের হার এবং অ্যাক্টিভ কেস এখনও বাড়তে থাকায়  উদ্বেগ পিছু ছাড়ছে না স্বাস্থ্য দপ্তরের।তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে ৬২৭ জনের। যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই বেশি।অন্যদিকে একদিনে করোনা থাবা থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩ জন।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা  ২১ লক্ষের সামান্য বেশি ।যা বৃহস্পতিবারের থেকে একটু কম। পজিটিভিটি রেট ১৫.৮৮ শতাংশ। তবে কেরল এবং মহারাষ্ট্রের পরিসংখ্যান নিয়ে এখনও চিন্তায় রয়েছে স্বাস্থ্যমন্ত্রক।জানা গিয়েছে, কেরলে এখনও দাপটের সঙ্গে ব্যটিং করছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। এখানে সংক্রমিতদের ৯৪ শতাংশই ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। এছাড়া দেশে এই মুহূর্তে দাপট দেখাচ্ছে ওমিক্রনের সাব-স্ট্রেন BA.2।করোনা যুদ্ধে একমাত্র হাতিয়ার টিকাকরণ। করোনা সংক্রমণ রুখতে জোরকদমে টিকাকরণের পাশাপাশি শুরু হয়েছে বুস্টার ডোজ।

About Post Author