Home » নতুন ছবির লুকে চমক দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

নতুন ছবির লুকে চমক দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক : গাল ভরতি সাদা দাড়ি , মাথায় উসকো-খুসকো চুল । চোখে মোটা ফ্রেমের চশমা । ফের একবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নতুন লুকে দেখা যাবে অতনু ঘোষ পরিচালিত ‘শেষ পাতা’ ছবিতে।  ‘ময়ূরাক্ষী’ ছবিতেই প্রথম পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওই ছবিতে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও । জাতীয় পুরস্কারও পেয়েছে ‘ময়ূরাক্ষী’। ‘রবিবার’ ছবিতেও অতনু ঘোষের পরিচালনায় অভিনয় করেন প্রসেনজিৎ ।রবিবার’ নিছক প্রেম বা হারানো প্রেমের গল্প নয় ‘।  অসীমাভর চরিত্রের মাধ্যমে মনের গভীর আবেগের কাহিনি ছবিতে ফুটিয়ে তোলেন পরিচালক।

 

প্রসেনজিতের পাশাপাশি ছবিতে নজর কাড়েন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান । এবার আসছে এই জুটির নতুন ছবি , ‘শেষ পাতা’ । এই ছবিতে নিজেকে ফের একবার যেন চ্যালেঞের মুখে দাঁড় করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি এক্কেবারে পালটে ফেলেছেন লুক। একটি ছবিতে পুরনো দেওয়ালের সামনে দেখা যাচ্ছে অভিনেতাকে । আরেকটি ছবিতে উদাস নয়নে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে । ঠোঁটে রয়েছে সিগারেট । ছবিটি শেয়ার করে অতনু ঘোষ লিখেছেন, “আমি আর রোশনিকে দেখতে পাইনা । ওকে নিয়ে পাতার পর পাতা লেখা যাবেনা…”। কিছুদিন আগেই করোনাকে হার মানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

এর আগে জিতের প্রযোজনায় আয় খুকু আয়’ ছবিতেও একটু বয়স্ক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে । বাবা ও মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে ছবিটি তৈরি করছেন পরিচালক সৌভিক কুণ্ডু । দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ । তাঁর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন  দ্বিতিপ্রিয়া রায় । পুনরায় ‘শেষ পাতা’ ছবিতে বয়স্ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ।

About Post Author