সময় কলকাতা ডেস্কঃ গত বছর নভেম্বরের ৩০ তারিখ চলন্ত ট্রেন থেকে জলপাইগুড়ির এক মহিলা আইনজীবীর নিখোঁজের ঘটনায় এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে তাঁর পরিবার। এখনো প্রকৃত ঘটনা প্রকাশ্যে না আসায় চিন্তিত পরিবারের সদস্য তাঁর সহ কর্মীরা। ওই আইনজীবীর নাম রীনা বাড়রী।
দীর্ঘ ২ মাস অতিক্রান্ত হলেও আইনজীবী রীনা বাড়রীর খোঁজ না মেলায় জলপাইগুড়ি কোতোয়ালী থানায় খোঁজ নিতে আসেন জলপাইগুড়ির মহিলা আইনজীবীরা ।
নিখোঁজ মহিলা আইনজীবী জলপাইগুড়ি শহরের মোহন্ত পাড়া সংলগ্ন তরুন দল ক্লাবের খেলার মাঠ সংলগ্ন এলাকায় বাসিন্দা । জলপাইগুড়ি আদালতে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।
ওই দিন অর্থাৎ রবিবার তিনি রাতে শিয়ালদহ ষ্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেছিলেন। তাঁর কোচ নম্বর ছিল এস ফোর ও বার্থ নম্বর ছিল ৩৩।
সোমবার সকাল আটটায় জলপাইগুড়ি ফিরে আসার কথা থাকলেও আসেননি। কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশার রয়েছেন পরিবার ও তার আত্মীয় পরিজনরা।
এদিন কোতয়ালী থানার সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি আইনজীবীদের পক্ষে সান্তা চ্যাটার্জী বলেন , আমাদের সহ কর্মী আইনজীবী রীনা বাড়রী দীর্ঘদিন ধরে নিখোঁজ । তার খোঁজে পুলিশি তদন্ত কতটা এগিয়েছে সে বিষয়ে জানতে এসছি।আমরা পুলিশের কাছে এও দাবি রেখেছি যাতে রীনা বাড়রীর নিখোঁজ হওয়ার ঘটনার সঠিক তদন্ত হয়।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে