সময় কলকাতাঃ বয়স ৯০ এর কোঠায়। আর এই বয়সে করোনায় আক্রান্ত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে লেক গার্ডেন্সের বাড়ি থেকে এস এস কে এম হাসপাতালে ভর্তি করা হয়। তার আগের দিন বাথরুমে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন শিল্পী। এসএসকেএম হাসপাতালে নানান পরীক্ষা নিরীক্ষার পর পরিস্কার হয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ও করোনা সংক্রমনের শিকার।ততক্ষনে গুরুতর অসুস্থ শিল্পীকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়ে যায়। বিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীকে দেখতে হাসপাতালে আসেন।তারপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়কে আরো ভালো চিকিৎসার জন্য বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।সেই মত কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ গ্রিন করিডোরের ব্যবস্থা করে।তারপরে রাতেই শিল্পীকে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে আসা হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে।সেখানে একটি মেডিকেল বোর্ড গঠন করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসা শুরু করে ওই বেসরকারি হাসপাতাল।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বেসরকারি হাসপাতাল সিদ্ধান্ত নেয় নতুন করে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার। সেই পরীক্ষা-নিরীক্ষা গুলি ইতিমধ্যেই হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে শিল্পীর সিটি স্ক্যান করা হয় । আজ শুক্রবার দুপুরের মধ্যে শিল্পীর চিকিৎসা সংক্রান্ত সমস্ত পরীক্ষার রিপোর্ট চলে আসবে মেডিকেল বোর্ডের কাছে।তারপর সমস্ত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট নিয়ে দুপুর দুটোর সময় মেডিকেল বোর্ড আলোচনায় বসবে বলে ঠিক হয়েছে। তার পর পরবর্তী চিকিৎসা কী হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে।
আপাতত সন্ধ্যা মুখোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালের কোভিড ওয়ার্ডে একটি কেবিনে রাখা হয়েছে ।তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে। সঙ্গে স্যালাইনও দেওয়া হচ্ছে। শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জ্বর থাকায় তাঁকে জ্বর কমার জন্য ওষুধ দেওয়া হয়েছে। মেডিকেল বোর্ড দুপুর দুটোর পর কি সিদ্ধান্ত নেয় তা মেডিকেল বুলেটিনে জানানো হবে। এই তথ্য জানিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য কার্ডিওথোরাসিক সার্জেন চিকিৎসক সুসান মুখোপাধ্যায়।
More Stories
TMC MLA Sudipto Roy: আরজি করের ধাঁচে দুর্নীতি মেডিক্যালেও! সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ, গঠন তদন্ত কমিটি
RG Kar Case: রবিবার মহা মিছিল, প্রতীকী ‘পেন ডাউন’ সোমে, নতুন কর্মসূচির ডাক জুনিয়ার ডাক্তারদের
“ধর্মঘট তাই ডাক্তার নেই ” – কলকাতার একাধিক নামি সরকারি হাসপাতাল ঘুরে নার্সিংহোমে মৃত্যু যুবকের