Home » আদালতের কাছে স্কুল খুলতে দু সপ্তাহ সময় চাইল সরকার

আদালতের কাছে স্কুল খুলতে দু সপ্তাহ সময় চাইল সরকার

সময় কলকাতা ডেস্কঃ কলকাতা হাইকোর্টের কাছে রাজ্যের সমস্ত স্কুল খুলতে দু সপ্তাহ সময় চাইল সরকার।৮৫ শতাংশ টিকাকরণ নিশ্চিত করেই স্কুল খুলতে চায় সরকার।শুক্রবার রাজ্যের স্কুল খোলা নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে সরকারি তরফে আদালতের কাছে এমনটাই আবেদন করা হয়েছে।আবেদন মেনে আদালত সায় দিয়েছে রাজ্য সরকারকে। দীর্ঘ দুই বছর রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলি এক প্রকার বন্ধ । মাঝে করোনার প্রকোপ কমলে সরকার বিদ্যালয় গুলি খুলে দিয়েছিল ।কিন্তু ওমিক্রনের সংক্রমন আতঙ্কিত করে সরকার কে , ফের বন্ধ করে দেওয়া হয় বিদ্যালয় । এরই মাঝে সোস্যাল মিডিয়ায় ঝড় উঠতে থাকে বিদ্যালয় খোলার দাবিতে । অভিভাবকদের সেই আন্দোলন রাজনীতির মানুষদের পাশাপাশি শিক্ষকদেরও  নাড়া দেয়।

ইতিমধ্যে বিদ্যালয় খোলার জন্য চার চারটি জনস্বার্থ মামলা হ‍য় কলকাতা হাইকোর্টে । আন্দোলনকারীদের   অভিযোগ, “দীর্ঘ ২২ মাস ধরে করোনার অজুহাত দিয়ে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে । ” তাদের আরও দাবি রাজ্যের সমস্ত কিছু সচল রয়েছে । এমনকি অনুষ্ঠান বাড়িতে আমন্ত্রিতের সংখ্যা ৫০ জন থেকে ২০০ জন করেছে রাজ্য । সেখানে কোন যুক্তিতে স্কুল বন্ধ রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা । শিক্ষকদের অভিযোগ এটা পরিকল্পিতভাবে এবং একক সিদ্ধান্তে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে । হুমকির সুরে আন্দোলনরত শিক্ষকরা বলেন অবিলম্বে স্কুল খোলা হোক, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটতে বাধ্য হবেন তারা। সব মিলিয়ে শৈশব ও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা , এটা বলাই বাহুল্য।

About Post Author