Home » রবীন্দ্রভবনের সংস্কার কোন পর্যায়ে, পরিদর্শনে জেলাশাসক

রবীন্দ্রভবনের সংস্কার কোন পর্যায়ে, পরিদর্শনে জেলাশাসক

সময় কলকাতা ডেস্ক : সংস্কার কাজ চলতে থাকা বালুরঘাট রবীন্দ্রভবন পরিদর্শন করলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক আয়েশা রানি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বহাল অবস্থায় থিল বালুরঘাট রবীন্দ্রভবন। ২০১৪ সালে কেন্দ্র ও রাজ্য  কেন্দ্রের যৌথ উদ্যোগে এই ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় রাজ্য সম্পূর্ণ টাকা দিলেও কেন্দ্রীয় সরকার শেষ মুহূর্তে পিছিয়ে আসায় সংস্কার সম্ভব হয়নি। ২০১৮ সালে ৫ কোটি ৬ লক্ষ টাকা ব্যায়ে রবীন্দ্রভবন সংস্কারের উদ্যোগ নেয় রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর।

তৎকালীন বালুরঘাটের তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ জরাজীর্ন ভবনটি সংস্কারের জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন। কিন্তু সেখানে আসে নানারকম বাধা। কিছু সমস্যার কারনে কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে যায়। এরপর ২০২০ সালের মাঝামাঝি সময় ফের রবীন্দ্রভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় ভবনটির এসি বসানোর নকশায় কিছু সমস্যার কারণে ফের একবার সংস্কারের কাজ বন্ধ হয়ে য়ায়। অবশেষে আয়েশা রানি  ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জেলাশাসক জেলার দায়িত্ব নেওয়ার পর তিনি এসি বসানোর নকশার পরিবর্তন ঘটিয়ে কাজটি দ্রুত শেষ করার উদ্যোগ নেন। সেইমতো আবার রবীন্দ্র ভবন সংস্কার এর কাজে গতি পায়।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন তথ্য সংস্কৃতিক আধিকারিক শান্তনু চক্রবর্তী রবীন্দ্রভবন সংস্কারের বিষয়ে বিশেষভাবে উদ্যোগী ছিলেন। সংস্কারের কাজ বর্তমানে অনেকটাই এগিয়েছে। তাই সংস্কারের কাজ কোন পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখতে বর্তমান তথ্য সংস্কৃতিক আধিকারিক রাজেশ কুমার মন্ডলে নিয়ে জেলাশাসক আয়েশা রানি রবীন্দ্রভবন পরিদর্শন করেন।

About Post Author