সময় কসকাতা ডেস্ক: ফের সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা। ব্রিজ থেকে নীচে পড়ে মৃত্যু বাইকআরোহীর।শনিবার, সম্প্রীতি উড়াল পুলের ডাকঘরের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে খবর, দ্রুত গতিতে বজবজের দিক থেকে বাইকে করে দুজন যুবক তারাতলার দিকে সম্প্রীতি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিল। আচমকায় নিয়ন্ত্রন হারায় চালক।বাইক থামাতে ব্রেক কষলে পিছনে বসে থাকা যুবক ছিটকে উড়ালপুলের গার্ডওয়ালের উপর দিয়ে নিচে পড়ে যায়। পাশপাশি, গার্ডওয়ালের সোজা সজোরে ধাক্কা মারে বাইক চালকও।
নিচে পড়ে যাওয়া যুবককে মহেশতলা থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে, বাইকের চালক সন্তু বেরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিদ্যাসাগর হাসপাতাল থেকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়।পুলিশ সূত্রে খবর, জখম হওয়া সন্তু বেরা পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা।
More Stories
ফের পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল পড়ুয়ার! ঘটনাস্থল এবার সল্টলেক
Shootout in Hooghly: ফের শুটআউট! এবার হুগলিতে, আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী
ফের শুটআউট রাজ্যে! সাতসকালে মুহুর্মুহু গুলি উত্তর ২৪ পরগনার বনগাঁয়